রাসায়নিক পরীক্ষাগারে বিভিন্ন কাচের যন্ত্রপাতি পরিষ্কার করার জন্য ডিটারজেন্ট একটি উত্তম পরিষ্কারক হিসেবে ব্যবহার করা হয়। পরীক্ষাগারে ডিটারজেন্ট হিসেবে ডেকন-90 ডিটারজেন্ট ব্যবহার করা হয়। যা উত্তম পরিষ্কারক এবং জীবানুনাশক হিসেবেও কাজ করে। এই ডিটারজেন্টে কোন ফসফেট থাকেনা এবং বায়ো-ডিগ্রেডেবল হওয়ায় তা পরিবেশে পচনযোগ্য।
এজন্য ডেকন-90 ডিটারজেন্ট একটি পরিবেশ বান্ধব ডিটারজেন্টও বটে।
Leave a comment