পরীক্ষাগারে বস্তুর ওজন সঠিকভাবে পরিমাপ করার জন্য ডিজিটাল ব্যালেন্স ব্যবহার করা হয়। ডিজিটাল ব্যালেন্সের ব্যবহার সুবিধাজনক হলেও এই ব্যালান্সের কিছু অসুবিধা রয়েছে। 

ডিজিটাল ব্যালেন্সের অসুবিধা গুলো নিম্নরুপঃ

১. ধারণক্ষমতার থেকে অধিক ভর ব্যালেন্সের প্যানে যুক্ত করলে ব্যালেন্সের যান্ত্রিক ত্রুটি দেখা দিতে পারে। 

২. বস্তুর ওজন পরিমাপ সাধারণ তাপমাত্রায় করতে হবে। তাপমাত্রা অধিক হলে বস্তুর ভর পরিমাপে ত্রুটি হতে পারে।

৩. ডিজিটাল ব্যালেন্সের চলমান কাচের দেয়াল সঠিকভাবে বন্ধ না করলে, বাতাসের কারণে বস্তুর ভর পরিমাপে ত্রুটি দেখা দিতে পারে। 

৪. ডিজিটাল ব্যালেন্সে বস্তুর ওজন পরিমাপ করার জন্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।

৫. বস্তুর ওজন পরিমাপ করার পূর্বে ব্যালেন্সের টপ লোডিং প্যান ভালো করে পরিষ্কার করে না করলে পরিমাপে ত্রুটি হতে পারে।