ডিক্রি (Decree) হলো আদালত কর্তৃক রীতিসিদ্ধভাবে অর্থাৎ দেওয়ানী কার্যবিধি-১৯০৮ আইনের বিধানের অধীনে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত এমন বক্তব্যকে (সিদ্ধান্ত) বুঝায় যা মোকদ্দমার বিতর্কিত সমগ্র বা যেকোন বিষয় সম্পর্কে পক্ষগণের অধিকার চূড়ান্তভাবে নির্ধারণ করে অর্থাৎ যার মাধ্যমে মোকদ্দমার চূড়ান্ত নিষ্পত্তি ও পক্ষগণের অধিকার নির্ধারিত হয়। এই ডিক্রি প্রাথমিক কিংবা চূড়ান্ত হতে পারে।
“Decree” means the formal expression of an adjudication which, so far as regards the Court expressing it, conclusively determines the rights of the parties with regard to all or any of the matters in controversy in the suit and may be either preliminary or final.[দেওয়ানী কার্যবিধি-১৯০৮ এর ২(২) ধারা ]
Deep Chand v. Land Acquisition Officer, AIR 1994 SC 1901 মামলায় ডিক্রি সম্পর্কে যা বলা আছে তার সারকথা হলো- আদালতের এই সিদ্ধান্ত ডিক্রি বলে গণ্য হবে যেখানে একটি রায় থাকবে এবং যদি পক্ষগুলোর মধ্যে চলমান বিরোধের কোন বিচারিক চূড়ান্ত নিষ্পত্তি না থাকে, তবে তা ডিক্রি হতে পারে না। [ A decision of a Court amounts to a decree there must be an adjudication. In other words, if there is no judicial determination of the dispute between the parties, there cannot be a decree.]
যাহোক, এবার আমরা দেখবো কোন কোন বিষয়গুলো ডিক্রির অন্তর্ভুক্ত রয়েছে। দেওয়ানী কার্যবিধির আদেশ ৭ এর বিধি ১১ মোতাবেক আরজি প্রত্যাখ্যানের আদেশ অর্থাৎ আরজি বাতিল(Rejection of plaint) এবং ১৪৪ ধারায় বর্ণিত Restitution, প্রত্যর্পণ(কোন সুবিধা/জিনিস প্রকৃত মালিককে পুনরায় ফেরত দেওয়ার উপায়) বিষয়ে আদালতের যেকোনো সিদ্ধান্ত অন্তর্ভুক্ত। তবে রায় বা আদেশের বিরুদ্ধে আপিল করা যায় (Appealable order) বা বাদীর অনুপস্থিতির কারণে আদালতের নির্দেশ পালনে ব্যর্থতার জন্য কোন মোকদ্দমা খারিজের আদেশ (Any order of dismissal for default is not a decree) ডিক্রির অন্তর্ভুক্ত হবে না।
ডিক্রির অপরিহার্য উপাদান বা ডিক্রির বৈশিষ্ট্য
characteristics of decree in cpc/Elements of decree under Code of Civil Procedure[CPC]
দেওয়ানী কার্যবিধির ২(২) ধারা অনুযায়ী ডিক্রির ৫টি প্রধান উপাদান বা বৈশিষ্ট্য ফুটে উঠে। নিচে ডিক্রির অপরিহার্য উপাদান বা বৈশিষ্ট্য তুলে ধরা হলো-
১. ডিক্রি আদালত কর্তৃক বিচারিক সিদ্ধান্ত(adjudication);
২. সিদ্ধান্তটি আইনানুগ ও আনুষ্ঠানিক (formal expression) হতে হবে;
৩. সিদ্ধান্তটি অবশ্যই চূড়ান্ত প্রকৃতির(conclusive nature) হবে;
৪. সিদ্ধান্তটি অবশ্যই কোন মোকদ্দমায় (suit) দিতে হবে:
৫. সিদ্ধান্তটি মোকদ্দমার বিতর্কিত সমস্ত বা যেকোনো বিষয় সম্পর্কে পক্ষগণের অধিকার(Rights of parties in controversy) চূড়ান্তভাবে নির্ধারণ করতে হবে।
Essentials 5 elements of a Decree
— Adjudication, Suit, Rights in controversy, Conclusive determination & Formal Expression
রায় ও ডিক্রির মধ্যে পার্থক্য
Leave a comment