যে প্রাকৃতিক প্রক্রিয়ায় অনুকূল প্রকরণ বা অভিযোজন মূলক প্রকরণ সমন্বিত জীবেরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় বেশি সুযোগ সুবিধা ভোগ করে তাকে প্রাকৃতিক নির্বাচন বলে। অনুকরণ প্রকরণ সমন্বিত জীবেরা প্রকৃতি দ্বারা নির্বাচিত হলে বেশি সংখ্যায় বেঁচে থাকে এবং অত্যাধিক হারে বংশবিস্তার করে। অপরপক্ষে প্রতিকূল প্রকরণ সম্পূর্ণ জীবেরা পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে না। ফলে তারা ধীরে ধীরে বিলুপ্ত হয়। একে ডারউইনের প্রাকৃতিক নির্বাচন বলে।