✱ ডাকঘর স্থাপনের প্রয়ােজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র।

তারিখ : ২.১.২০২১ 

সম্পাদক 
দৈনিক আজাদী 
৯ সিডিএ এভিনিউ 
মােমিন রােড, চট্টগ্রাম 

বিষয় :সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন।

জনাব, 

আপনার স্বনামধন্য বহুল প্রচারিত দৈনিক আজাদী’ পত্রিকায় নিম্নোক্ত জনগুরুত্বপূর্ণ পত্রটি প্রকাশ করলে কৃতার্থ হব।

নিবেদকー

মাে, রফিকুল ইসলাম 
মােহনপুর, কিশােরগঞ্জ।

ডাকঘর চাই

কিশােরগঞ্জ জেলার মােহনপুর একটি জনবহুল গ্রাম। এ গ্রামে প্রায় বিশ হাজার লােকের বসবাস। এখানে রয়েছে রবিশস্য ও তরিতরকারির বিশাল পাইকারি বাজার, কৃষি ব্যাংক, গ্রামীণ ব্যাংক, একটি হাইস্কুল, দুটি প্রাইমারি স্কুল, মসজিদ, মাদ্রাসাসহ সরকারি-বেসরকারি নানা অফিস। গ্রামের অনেক লােক দেশ-বিদেশে চাকরি ও ব্যবসা-বাণিজ্য করে। কিন্তু দুঃখের বিষয় এখানে কোনাে ডাকঘর নেই। এখান থেকে প্রায় পাঁচ কিলােমিটার দূরে থানা সদরে একটা ডাকঘর রয়েছে। সেখান থেকে একজন ডাকপিয়ন সপ্তাহে মাত্র একদিন চিঠি বিলি করতে আসে। তাই জরুরি চিঠিপত্র, মানিঅর্ডার সময়মতাে পাওয়া যায় না। এতে জনগণের দুর্ভোগের শেষ নেই। একটা ডাকঘরের অভাবে মােহনপুর গ্রামের বিশাল জনগােষ্ঠী নিদারুণ কষ্ট পাচ্ছে। ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন, কিশােরগঞ্জ জেলার মােহনপুরে ডাকঘরের একটা শাখা স্থাপন করা হােক। এতে সরকারের রাজস্ব আয় বাড়বে। পাশাপাশি জনগণেরও দুর্ভোগ লাঘব হবে।

নিবেদকー

মােহনপুর গ্রামবাসীর পক্ষে, 
মাে. রফিকুল ইসলাম 
মােহনপুর, কিশােরগঞ্জ।

এ ধরনের পত্র লেখার শেষে খাম এঁকে খামের উপরে সম্পাদকের ঠিকানা লিখতে হয়

✱ এ ধরনের পত্র লেখার শেষে খাম এঁকে খামের উপরে সম্পাদকের ঠিকানা লিখতে হয়।