ট্রাইপ্লাম্বিক টেট্রাঅক্সাইড (Pb₃O₄) রেড লেড বা মিনিয়াম হিসেবে পরিচিত। 

ট্রাইপ্লাম্বিক টেট্রাঅক্সাইডের ব্যবহার নিম্নরূপঃ 

ফ্লিন্ট কাঁচ বা দিয়াশলই প্রস্তুতিতে রেড লেড ব্যবহার করা হয়। তিসির তৈল ও রেড লেডের সংমিশ্রণে প্রস্তুত সিমেন্ট গ্যাস পাইপ ও স্টিম পাইপ সংযুক্তকরণ কাজে Pb₃O₄ ব্যবহার করা হয়। সিদুর ও রঙ হিসেবে ব্যবহার করা হয়। তৈল রংয়ের শুষ্ককারক হিসেবে ব্যবহৃত হয়। পরীক্ষাগার জারক হিসেবে Pb₃O₄ ব্যবহার করা হয়।