১. ঠাণ্ডা অবস্থায় টাইটেনিক সালফেট [Ti(SO₄)₂] দ্রবণে কস্টিক পটাশ যোগ করলে জিলেটিন জাতীয় অধঃক্ষেপ হিসাবে অর্থ টাইটেনিক এসিড [Ti(OH)₄] উৎপন্ন হয়। ইহা অধিক পরিমাণে অদ্রবণীয়, কিন্তু খনিজ এসিডে দ্রবণীয়।
Ti(SO₄)₂ +4KOH —–> Ti(OH)₄ +2K₂SO₄
কিন্তু গরম দ্রবনে মেটা টাইটেনিক এসিড (Ti(OH)₂O) অধঃক্ষিপ্ত হয়।
Ti(SO₄)₂ + 4KOH ——> Ti(OH)₂O +2K₂SO₄ + H₂O
২. টাইটেনিয়াম লবণের অম্লীয় দ্রবণে Zn বা Sn যোগ করলে বেগুনি রংয়ের TiCl₃ দ্রবণ পাওয়া যায়।
TiCl₄ + [H] ——> TiCl₃ + HCl
Leave a comment