টাইটেনিয়াম শনাক্তকরণের শুষ্ক পরীক্ষা। 





কোন টাইটানিয়াম যৌগকে মাইক্রো কসমিক বীডে গলালে জারণ শিখায় কোন রং দেখা যায় না। 

কিন্তু বিজারণ শিখায় অনেকক্ষণ উত্তপ্ত করলে বীড ক্রমশ বর্ণ প্রাপ্ত হয় এবং গরম অবস্থায় হলুদ ও ঠাণ্ডা অবস্থায় বেগুনি রং ধারণ করে।