টাইটেনিয়ামের ধর্ম।
টাইটেনিয়াম এর ধর্ম নিম্নরূপঃ
১. টাইটেনিয়াম ইস্পাত-ধূসর বর্ণের ধাতু।
২. এটি পাতলা, নমনীয়, উচ্চ টেনসাইল শক্তি ও নিম্ন সম্প্রসারণাংক বিশিষ্ট ধাতু।
৩. একটি বিশুদ্ধ অবস্থায় অত্যন্ত শক্ত, এমনকি লৌহ অপেক্ষা শক্ত।
৪. এর আপেক্ষিক গুরুত্ব 4.9।
৫. সাধারণ তাপমাত্রায় এসিড বা ক্ষার দ্বারা আক্রান্ত হয় না।
৬. এটি অনেক মৌলের সাথে যুক্ত হয় দ্বিযোজী যৌগ গঠন করে।
Leave a comment