ডাই অ্যামিন সিলভার হাইড্রোক্সাইড এর দ্রবণকে টনেল বিকারক বলে।
10% সিলভার নাইট্রেট (AgNO₃) ও 10% সোডিয়াম হাইড্রোক্সাইডের (NaOH) সমপরিমাণকে মিশ্রিত করলে প্রথমে সিলভার হাইড্রোক্সাইড (AgOH) উৎপন্ন হয় পরে সিলভার হাইড্রোক্সাইড বিয়োজিত হয়ে সিলভার অক্সাইডের(Ag₂O) অধঃক্ষেপ সৃষ্টি করে। এরমধ্যে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের(NH₄OH) দ্রবণ যোগ করে অধঃক্ষেপ দ্রবীভূত করলে বর্ণহীন ডাই আমিন সিলভার হাইড্রোক্সাইডের [Ag(NH₃)₂]OH(aq) দ্রবণ উৎপন্ন করে। এই বর্ণহীন দ্রবণকে টনেল বিকারক বলে।
AgNO₃(aq)+NaOH(aq) ——>
AgOH(s) + NaNO₃(aq)
2AgOH(s) ——>Ag₂O(s)+H₂O(l)
Ag₂O(s) + NH₄OH(aq) ——>
2[Ag(NH₃)₂]OH(aq)
Leave a comment