❋ ভয়াবহ টর্নেডোতে ক্ষতিগ্রস্ত জনসাধারণের সাহায্যার্থে জেলাপ্রশাসকের নিকট আবেদন আবেদন কর।
২০ এপ্রিল ২০২১
বরাবর
জেলাপ্রশাসক,
বরিশাল।
বিষয় : টর্নেডাে-বিধ্বস্ত ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সাহায্যের আবেদন।
জনাব
সম্মান প্রদর্শনপূর্বক বিনয়ের সাথে জানাচ্ছি যে, আমরা বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার অন্তর্গত কুড়লিয়া গ্রামের অধিবাসী ভীষণ দুর্দশার মধ্যে কালাতিপাত করছি। গত ১৪ এপ্রিল ২০ ২১ আমাদের গ্রামের ওপর দিয়ে স্মরণকালের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এক টর্নেডাে বয়ে যায়। এতে সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে যায় আমাদের গ্রাম। স্বল্প ক্ষণস্থায়ী অথচ বিপল। সর্বনাশা এই টর্নেডােতে আমাদের গ্রামের অধিকাংশ বাড়িঘরই ভেঙে লন্ডভন্ড হয়ে যায় । একেবারে ক্ষতিগ্রস্ত হয়নি, গ্রামে এমন। কোনাে বাড়িঘর অবশিষ্ট নেই। ঘণ্টায় প্রায় দুশ কিলােমিটার বেগে প্রবাহিত টর্নেডােতে অধিকাংশ ঘরের চালাই উড়ে গেছে। উড়ে গেছে কত মানুষ, গৃহপালিত পশু-পাখি। এ পর্যন্ত প্রায় ৬৭টি মৃতদেহের সন্ধান পাওয়া গেছে । প্রতিদিনই মৃতদেহের। সংখ্যা বাড়ছে। গবাদি পশু, হাঁস-মুরগির মৃতের সংখ্যা গণনার বাইরে। বিছানাপত্র, আসবাব, পােশাক-আশাকসহ দৈনন্দিন। জীবনের যাবতীয় প্রয়ােজনীয় জিনিসপত্র কোথাও কিছু ঠিক নেই । মােটকথা, সমস্ত গ্রামটি টর্নেডাের প্রচণ্ড তাণ্ডবে এক ভূতুড়ে। গ্রামে পরিণত হয়েছে। সর্বত্র মানুষের আহাজারি এবং শােকার্ত আর্তনাদ বিরাজ করছে। খােলা আকাশের নিচে অবস্থান করছে। হাজার হাজার মানুষ। কৃষকদের ঘরের শস্যের গােলা দস্যু টর্নেডাে উড়িয়ে নিয়ে গেছে। এই ভয়াবহ টর্নেডাের খবর বিভিন্ন। পত্রিকায় ছাপা হলেও এখন পর্যন্ত সরকারি বা বেসরকারিভাবে সাহায্য নিয়ে কেউ এগিয়ে আসেনি। এখন পর্যন্ত খােলা হয়নি কোনাে আশ্রয়কেন্দ্র। ইতােমধ্যে গ্রামটিতে খাদ্য ও পানীয় জলের অভাব তীব্র আকার ধারণ করেছে। গ্রামের নলকূপগুলাে পর্যন্ত অকেজো করে দিয়েছে বিধ্বংসী টর্নেডাে । কোনাে কোনাে নলকুপের পাইপসহ উপড়ে ফেলে দিয়েছে ফলে বিশুদ্ধ পানীয় জলের অভাবে গ্রামের লােকজন বিশেষ করে শিশুরা ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। এ অবস্থায় সরকারি সাহায্য অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
অতএব মহােদয়ের কাছে বিশেষ প্রার্থনা এই যে, উক্ত বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে জরুরি ভিত্তিতে সাহায্য পাঠিয়ে আমাদেরকে বিরাজমান ধ্বংস ও মৃত্যুর হাত থেকে উদ্ধার করুন।
নিবেদক
কুড়লিয়া গ্রামের অসহায় জনগণের পক্ষে
প্রণব ভট্টাচার্য
আগৈলঝাড়া, বরিশাল।
Leave a comment