টয়লেট ক্লিনারে সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে সোডিয়াম হাইপোক্লোরাইড যোগ করা হয়।
কারণ সোডিয়াম হাইপোক্লোরাইড (NaOCl)পানির সাথে বিক্রিয়া করে হাইপোক্লোরাস অ্যাসিড (HOCl) তৈরি করে। যা পরে ভেঙ্গে জায়মান অক্সিজেন [O] উৎপন্ন করে। এই জায়মান অক্সিজেন টয়লেটের জীবাণুকে ধ্বংস করে।
NaOCl + H₂O —–> NaOH + HOCl
HOCl ——–> [ O ] + HCl
জীবাণু + [ O ] ——> মৃত জীবাণু
এইজন্য টয়লেট ক্লিনারে সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে সোডিয়াম হাইপোক্লোরাইড যোগ করা হয়।
Leave a comment