উত্তর:

জে জে আইলা তে তে গেলা অবনাগমনে কাহ বিমনা ভইলা ॥ হেরি সে কাহি নিঅড়ি জিনউর বটই। ভনই কাহ্ হি অহি ন পাইসই ॥

প্রদত্ত চরণগুচ্ছ কাহ্নপাদানাম রচিত ৭নং চর্যাপদ থেকে গৃহীত হয়েছে। নিচে পদটি আধুনিক বাংলায় রূপান্তর করা হলো: যারা যারা এল, তারা তারা গেল। আনাগোনা দেখে কানু দুঃখিত হলো। (হে) কানাই, সে জিনপুর নিকটেই আছে দেখি। কানু বলে- আমার হৃদয়ে প্রবেশ করে না।