কার্বন বিজারণ পদ্ধতিতে জিংক অক্সাইড থেকে জিংক ধাতু নিষ্কাশনের সময় উচ্চ তাপে উত্তপ্ত করতে হয়। এ অবস্থায় জিংক অক্সাইড কার্বন দ্বারা বিজারিত হয়ে জিংক ধাতুর বাষ্প উৎপন্ন করে। জিংক ধাতুর এই বাষ্পকে কনডেনসারে ঘনীভূত করা হয়। কিন্তু কনডেনসারে সব বাষ্প ঘনীভূত হয় না। তাই কনডেনসারের মাথায় প্রোলং নামক ক্ষুদ্রাকার শীতক যুক্ত করা হয়। এই প্রোলং কনডেনসারে ঘনীভূত না হওয়া জিংক বাষ্পকে ঘনীভূত করে।