জিংক অক্সাইড (ZnO) এর ব্যবহার নিম্নরূপঃ 

১. জিংক অক্সাইড চর্ম রোগের মলম প্রস্তুত করতে ব্যবহার করা হয়।

২.  দন্ত চিকিৎসায় ফিলাররুেপে ব্যবহার করা হয়।

৩. রাবার শিল্পে অয়েলক্লোথ ও এনামেল প্রস্তুতির কাজে জিংক অক্সাইড ব্যবহার করা হয়.

৪. রিনম্যান গ্রীন নামক রঞ্জন শিল্পে বিশেষ ধরনের সবুজ রং প্রস্তুত করতে জিংক অক্সাইড ব্যবহৃত হয়। 

৫.  অতিবেগুনি রশ্মির প্রতি অস্বচ্ছ হওয়ায় আন্টি সানস্ক্রিম প্রসাধনীতে জিংক অক্সাইড ব্যবহার করা হয়।

৬. যাত্রা, থিয়েটার ও চলচ্চিত্রের অভিনেত্রী দিয়ে সাজ প্রসাধনী হিসেবে জিংক অক্সাইড ব্যবহার করা হয়।

৭. চাইনিজ হোয়াইট নামে সাদা রং হিসেবে জিংক অক্সাইড ব্যবহার করা হয়।