এল এল বি সাজেশন ২০২২
বিষয়সমূহ |
প্রদত্ত নম্বর |
|
১ |
সম্পত্তি হস্তান্তর ও বুদ্ধিভিত্তিক সম্পত্তি আইন |
১০০ নম্বর |
২ |
দেওয়ানী কার্যবিধি ও তামাদি আইন |
১০০ নম্বর |
৩ |
দন্ডবিধি ও ফৌজদারী কার্যবিধি |
১০০ নম্বর |
৪ |
সাক্ষ্য আইন |
১০০ নম্বর |
৫ |
আন্তর্জাতিক আইন |
১০০ নম্বর |
৬ |
কোম্পানী ও বাণিজ্যিক আইন |
১০০ নম্বর |
৭ |
ভূমি, রেজিষ্ট্রেশন ও সরকারী দাবী পূরণ আইন |
১০০ নম্বর |
৮ |
লিগ্যাল ড্রাফটিং ও প্রোফেশনাল এথিক্স |
৫০ নম্বর |
মোট= |
৭৫০ নম্বর |
১। সম্পত্তির সংজ্ঞা দাও। সম্পত্তি হস্তান্তর কাকে বলে? সম্পত্তি কত প্রকার বা সম্পত্তির প্রকারভেদ উল্লেখ কর। কোন কোন সম্পত্তি হস্তান্তর করা যায় না? এবং কোন সম্পত্তি হস্তান্তর করা যায় বা সকল প্রকার সম্পত্তি কি হস্তান্তর যোগ্য?
৪। লিসপেন্ডেস নীতি কাকে বলে? এ নীতির উদ্দেশ্য কী? লিসপেন্ডেন্স নীতির প্রয়োগের শর্ত বা উপাদান কী কী? নোটিশের নীতি দ্বারা এই নীতির প্রয়োগ কী ক্ষতিগ্রস্থ হবে? মামলা রজ্জু অবস্থায় সংশ্লিষ্ট ভূমির হস্তান্তরের বিধান কী? বা মামলা চলতি অবস্থায় কৃত হস্তান্তর কী বাতিল? অগ্রক্রয়, বন্টননামা, বিনা নোটিশে ক্রয়, আদালত কর্তৃক নিলাম বিক্রয়, মুসলিম আইন, সোলেনামা বা আপেষ ডিক্রী ইত্যাদি ক্ষেত্রে এই নীতি কী প্রযোজ্য হয়?
৬। নোটিশ কাকে বলে? একটি বৈধ নোটিশের উপাদান কী কী? এর প্রকারভেদ বা শ্রেণিবিভাগ উল্লেখ কর। প্রকৃত ও অনুমোদনমুলক নোটিশের পার্থক্য কী? কখন একজন ব্যক্তি নোটিশ নিয়েছে বলে ধরা হবে? একজন অযোগ্য ব্যক্তির উপর কিভাবে নোটিশ জারী করা হয়? নালিশযোগ্য দাবী কাকে বলে? নালিশযোগ্য দাবীর বৈশিষ্ট্য ইহা কিরূপে হস্তান্তর করা যায়? ইহার হস্তান্তর গ্রহীতার অধিকার ও দায় দায়িত্ব আলোচনা কর। কে নালিশযোগ্য দাবী হস্তান্তর গ্রহীতা হইতে পারে না? নালিশযোগ্য দাবী হস্তান্তরের ক্ষেত্রে নোটিশ প্রদান না করার ফলাফল কী?
৮। ইজারা কাকে বলে? ইহার উপাদান কী কী? কিভাবে ইজারা সৃষ্টি করা যায়? বা ইজারা প্রনয়নের পদ্ধতি কী? কিভাবে এবং কোন আস্থায় ইজারা পরিসমাপ্তি হয়? একটি ইজারা গ্রহীতার অধিকার আলোচনা কর। হোল্ডিং ওভার বা ইজারার মেয়াদ পরবর্তী দখলের পরিণতি কী? সম্পত্তি বিনষ্ট হলে একজন ইজারা গ্রহীতা কী ইজারা বিলোপ করতে পারে? টেন্যান্ট এন্ড উইল এবং টেন্যান্ট এ্যাক্ট সাফারেন্স এর পার্থক্য কী? ১০৬ ধারার নোটিশ জারী না করার ফলাফল কী?
২। কপিরাইট কাকে বলে? কপিরাইটের বৈশিষ্ট্য ও উদ্দেশ্য উল্লেখ কর। কপিরাইটের মেয়াদ কত? কোন কোন কাজে কপিরাইট বিদ্যমান থাকে? এবং কোন কোন কাজে থাকে না? কপিরাইট এ্যাক্ট ২০০০ এর অধীন কিভাবে লাইসেন্স পাওয়া যায় বা কপিরাইট অর্জনের জন্য কী কী শর্ত পূরণ করতে হয়? কপিরাইটের স্বত্ব নিয়োগ কাকে বলে? স্বত্বনিয়োগের শর্ত বা স্বত্বনিয়োগে কিভাবে করতে হয়? স্বত্ব নিয়োগ ও লাইসেন্সের মধ্যে পার্থক্য কি?
৫। একটি আইনগত ট্রেডমার্ক মঞ্জুর করার ক্ষেত্রে আবেদন ও নবায়ন করার পদ্ধতি বা ট্রেডমার্ক নিবন্ধনের শর্ত ও পদ্ধতি কী? কোন কোন কর্ম ট্রেডমার্ক লঙ্ঘন আর কোন কোন কর্ম ট্রেডমার্ক লংঘন নয়? ট্রেডমার্ক লংঘন হলে তার প্রতিকার কী? পাসিং অফ কাকে বলে? পাসিং অফ মামলায় বাদীকে কী প্রমাণ করতে হয়? পাসিং অফ ও ট্রেডমার্ক লংঘনের পার্থক্য কী? ট্রেডমার্ক ও ট্রেডনেম এর মধ্যে পার্থক্য কী?
Leave a comment