এলএল.বি (ফাইনাল) সাজেশন্স-২০২০ (অনুষ্ঠিত-২০২২)
বিষয়সমূহ |
প্রদত্ত নম্বর |
|
১ |
সম্পত্তি হস্তান্তর ও বুদ্ধিভিত্তিক সম্পত্তি আইন |
১০০ নম্বর |
২ |
দেওয়ানী কার্যবিধি ও তামাদি আইন |
১০০ নম্বর |
৩ |
দন্ডবিধি ও ফৌজদারী কার্যবিধি |
১০০ নম্বর |
৪ |
সাক্ষ্য আইন |
১০০ নম্বর |
৫ |
আন্তর্জাতিক আইন |
১০০ নম্বর |
৬ |
কোম্পানী ও বাণিজ্যিক আইন |
১০০ নম্বর |
৭ |
ভূমি, রেজিষ্ট্রেশন ও সরকারী দাবী পূরণ আইন |
১০০ নম্বর |
৮ |
লিগ্যাল ড্রাফটিং ও প্রোফেশনাল এথিক্স |
৫০ নম্বর |
মোট= |
৭৫০ নম্বর |
২। দেওয়ানী প্রকৃতির মোকদ্দমা কাকে বলে? দেওয়ানী মোকদ্দমা দায়েরের পদ্ধতি বা একটি দেওয়ানী মোকদ্দমা রজু বা দায়ের করা থেকে শুরু করে চূড়ান্ত শুনানী পর্যন্ত বিভিন্ন পর্যায় ব্যাখ্যা কর। মূল আইন ও পদ্ধতিগত আইন কাকে বলে? দেওয়ানী কার্যবিধি কি সম্পূর্ণ পদ্ধতিগত আইন? মূল আইন ও পদ্ধতিগত আইনের পার্থক্য কি?
৫। সমন কাকে বলে? সমনজারীর বিভিন্ন পদ্ধতি আলোচনা কর। কখন কার উপরে সমন জারী করা যায়? কোন ব্যক্তির উপর সমন জারী করা হলে আদালতে কিভাবে তাকে উপস্থিত হওয়ার জন্য বাধ্য করতে পারে? সমন জারীর বিকল্প পন্থা কী?
৮। কমিশন কী? দেওয়ানী আদালত কি বিভিন্ন প্রকার কমিশন নিয়োগ বা জারী করতে পারে? কোন কোন কাজে কমিশন নিয়োগ করা যায়? অথবা কমিশনের প্রয়োজনীয়তা আলোচনা কর। জবানবন্দীর নিমিত্তে আদালত কখন কমিশন নিযুক্ত করতে পারে? কমিশন কর্তৃক অভীষ্ট লক্ষ্য অর্জন বা কমিশন কোন উদ্দেশ্য পূরণ করে? আদালতের এখতিয়ার বহির্ভূত স্থানে সাক্ষীর জবানবন্দী কমিশন গ্রহণ করার পদ্ধতি আলোচনা কর৷
১০। রিভিশন বলতে কী বুঝ? কখন রিভিশন করা যায়? বিভিন্ন আদালতের রিভিশন এখতিয়ার উল্লেখ কর। আপিল ও রিভিশনের মধ্যে পার্থক্য কী? সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে রিভিশনের আবেদন করা যায় কি?
“খ” বিভাগঃ তামাদি আইন (১টি প্রশ্নের উত্তর দিতে হবে)
৩। তামাদি অনুযাযী স্বীকৃতি কাকে বলে? এর উপাদান কি কি? তামাদি আইনের সময় গনণার ক্ষেত্রে বৈধ স্বীকৃতির ফলাফল আলোচনা কর। জবর দখল মতবাদ আলোচনা কর। জবর দখলের উপাদান কি কি? সম্পত্তিরম অধিকার কখন বিলুপ্ত হয়? তামাদি আইনে কিভাবে ইজমেন্টের অধিকার অর্জুন করা যায়?
Leave a comment