[সকল বিষয়ের সাজেসান্স ও উত্তরপত্র আমাদের ওয়েবসাইটে সার্চ দিলেই পাওয়া যাবে]


এলএল.বি (ফাইনাল) সাজেশন্স-২০২২ (পাস কোর্স, আইন বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়)

এলএল.বি (ফাইনাল) সাজেশন্স-২০২০ (অনুষ্ঠিত-২০২২) 

বিষয়সমূহ

প্রদত্ত নম্বর

সম্পত্তি হস্তান্তর ও বুদ্ধিভিত্তিক সম্পত্তি আইন

১০০ নম্বর 

দেওয়ানী কার্যবিধি ও তামাদি আইন

১০০ নম্বর 

দন্ডবিধি ও ফৌজদারী কার্যবিধি

১০০ নম্বর 

সাক্ষ্য আইন

১০০ নম্বর 

আন্তর্জাতিক আইন 

১০০ নম্বর 

কোম্পানী ও বাণিজ্যিক আইন

১০০ নম্বর 

ভূমি, রেজিষ্ট্রেশন ও সরকারী দাবী পূরণ আইন

১০০ নম্বর 

লিগ্যাল ড্রাফটিং ও প্রোফেশনাল এথিক্‌স

৫০ নম্বর 

মোট=

৭৫০ নম্বর 

[সকল বিষয়ের সাজেসান্স ও উত্তরপত্র আমাদের ওয়েবসাইটে সার্চ দিলেই পাওয়া যাবে]


ষষ্ঠ পত্রঃ কোম্পানী ও ব্যবসায়ী আইন [১০০ নম্বর]
ক বিভাগঃ কোম্পানী আইন (৩টি প্রশ্নের উত্তর দিতে হবে)
১। কোম্পানী কাকে বলে? কোম্পানীর শ্রেণিবিভাগ কর। কোম্পানী গঠন প্রাথমিক পদক্ষেপগুলি আলোচনা কর।
২। একটি কোম্পানীর বৈশিষ্ট্য আলোচনা কর। একটি প্রাইভেট কোম্পানীকে কিভাবে পাবলিক কোম্পানীতে রূপান্তর করা যায়? এবং একটি পাবলিক কোম্পানীকে কিভাবে প্রাইভেট কোম্পানীতে রূপান্তর করা যায়? পাবলিক ও প্রাইভেট কোম্পানীর মধ্যে পার্থক্য কি? প্রাইভেট কোম্পানী কোন কোন সুবিধা ভোগ করে? হোল্ডিং কোম্পানী ও সাবসিডিয়ারী কোম্পানীর সম্পর্ক আলোচনা কর।
৩। কোম্পানী একটা আইন স্বীকৃত কৃত্রিম ব্যক্তি আলোচনা কর। কখন লিমিটেড কোম্পানীর দায় দায়িত্ব অসীম হয়। কখন একটি কোম্পানীর নামের অংশ হিসাবে সীমাবদ্ধ বা লিমিটেড কী কোম্পানীতে মুনাফা প্রদানের বিধি বিধান বর্ণনা কর। “লভ্যাংশ কেবলমাত্র মুনাফা থেকে প্রদান করা যাইতে পারে”- উক্তিটির তাৎপর্য আলোচনা পূর্বক একটি কোম্পানীর লভ্যাংশ ও মুনাফার পার্থক্য নির্ণয় কর।

৪। সংঘস্বারক ও সংঘবিধি কাকে বলে? সংঘস্বারক উদ্দেশ্য ধারার গুরুত্ব কি? সংঘস্বারক ও সংঘবিধির প্রকৃতি বা বিষয়বস্তু উল্লেখ কর। এদের মধ্যে সম্পর্ক ও পার্থক্য আলোচনা কর। সংঘস্বারক কিভাবে পরিবর্তন বা সংশোধন করা যায়? কোম্পানীর মেমোরেন্ডামে অবজেক্টস ক্লজ বিবৃত করার উদ্দেশ্য কি? কেন বলা হয়ে থাকে যে, “মেমোরেন্ডাম অব এসোসিয়েশন এমন একটা দলিল যা একটি কোম্পানীর গঠনতন্ত্র প্রকাশ করে, আর্টিকেলস অব এসোসিয়েশন এর অভ্যন্তরীন পরিচালনার বিধি সমূহ ধারণ করে?

৫। কোম্পানীর প্রসপেক্টাসে কি কি অন্তর্ভূক্ত করা উচিত বা কি কি বিষয় বর্ণনা করা যেতে পারে? প্রসপেক্টাসের ত্রুটিপূর্ন বিবৃতি দানের মধ্য বা মিথ্যা বিবরণের জন্য একজন পরিচালকের দায় দায়িত্ব অথবা বিবরণপত্রে অসত্য বর্ণনা দেওয়া কিংবা সত্য গোপন করার জন্য দায় দায়িত্ব সম্পর্কিত আইন-আলোচনা কর। বিবরণপত্র কিংবা বা এর পরিবর্তে বিবৃতি প্রচারণা করে একটি পাবলিক কোম্পানী চলতে পারে কি না? অথবা কখন প্রসপেক্টাসে বিকল্প বিবৃতি তৈয়ার করা যায়?

৬। প্রবর্তক কে? প্রবর্তকের কর্তব্য ও দায় দায়িত্ব ও অধিকার কি? কোম্পানীর মূলধন বা পুঁজি কাকে বলে? কোম্পানীর বিভিন্ন প্রকার মূলধন গুলি কি কি? কোম্পানীর মূলধন ও শেয়ার মূলধনের মধ্যে পার্থক্য কি? মেয়ার ও ঋণপত্র কাকে বলে? এদের মধ্যে পার্থক্য কি? কোম্পানী আইন অনুযায়ী বিভিন্ন প্রকার শেয়ারের বর্ণনা কর। শেয়ার বরাদ্দের বিধি নিষেধ উল্লেখ কর। অনিয়মিত শেয়ার বরাদ্দের ফলাফল কি? শেয়ার হোল্ডার ও ডিবেঞ্চার হোল্ডারের মধ্যে পার্থক্য কি? একজন ডিবেঞ্চার হোল্ডার ঋনপত্রের বিনিময়ে প্রদত্ত মূল্য ফেরত পাওয়ার জন্য কি প্রতিকার পেতে পারে?

৭। পরিচালক কে? পাবলিক কোম্পানীর পরিচালক নিয়োগের পদ্ধতি কি? পরিচালকের যোগ্যতা ও গুণাবলী ও অযোগ্যতা আলোচনা কর। যোগ্যতাসূচক শেয়ার সংগ্রহে থাকা ছাড়া কোন শেয়ার হোল্ডার কি পরিচালক হতে পারে? পরিচালকের অধিকার ও দায় দায়িত্ব উল্লেখ কর। একজন পরিচালককে কিভাবে তার পদ হইতে অপসারণ করা যায়?
৮। কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও ব্যবস্থাপনা প্রতিনিধি কাকে বলে? কে ম্যানেজিং ডাইরেক্টর বা ম্যানেজিং এজেন্ট হতে পারে? ম্যানেজিং ডাইরেক্টর ও ম্যানেজিং এজেন্টের কার্যাবলী বর্ণনা কর। ম্যানেজিং এজেন্টের অক্ষমতা কি কি? কিভাবে ম্যানেজিং এজেন্টকে সম্প্রসারণ করা যায়?

৯। কোম্পানীর সভা কাকে বলে? কোম্পানীর বিভিন্ন সভা আলোচনা কর। একটি বৈধ সভা অনুষ্ঠানের পদ্ধতি বা নীতিমালা বর্ণনা কর। বাৎসরিক সাধারণ সভার প্রতিক্রিয়া বর্ণনা কর। বাৎসরিক সাধারণ সভায় কি কি বিষয় আলোচনা ও সিদ্ধান্ত হয়? বাৎসরিক সাধারণ সভা ও সাংবিধিবদ্ধ সভার মধ্যে পার্থক্য কি? প্রক্সির ভোটাধিকারের সীমাবদ্ধতা কাছে কি? কিভাবে একজন ব্যক্তির কোম্পানীর সদস্যপদ থাকে না? সদস্যপদ নেই এইরুপ ব্যক্তি কি কোম্পানীর দেনার জন্য দায়ী হতে পারে? “ফস বনাম হারবটল” মামলার প্রতিষ্ঠিত আইনের নীতিমালা ব্যাখ্যা কর। এ আইনের নীতিমালার ব্যতিক্রমগুলি কি?

১০। কোম্পানীর অবলুপ্তি বা অবসায়ন কাকে বলে? একটি কোম্পানীর অবলুপ্তি বা অবসায়নের পদ্ধতি গুলি কি কি? কোন কোম্পানী বিলুপ্ত হলে কিভাবে তার সম্পত্তি জামানতসহ পাওনাদার, জামানতবিহীন পাওনাদার, ঋণপত্রগ্রহীতা ও শেয়ার হোল্ডারদের মধ্যে বিভক্ত হবে? ন্যায্য ও নিরপেক্ষতার ভিত্তিতে আদালত কর্তৃক বাধ্যতামূলক কোম্পানী অবসায়নের কারণ কি? এই ধরনের অবসায়নের ফলাফল কি?
[সকল বিষয়ের সাজেসান্স ও উত্তরপত্র আমাদের ওয়েবসাইটে সার্চ দিলেই পাওয়া যাবে]

“খ” বিভাগঃ বাণিজ্যিক আইন (২টি প্রশ্নের উত্তর দিতে হবে)

১। অংশীদারী কারবার কাকে বলে? অংশীদারী কারবারের শ্রেণিবিভাগ কর। অংশীদারী কারবারের অস্তিত্ব কিভাবে প্রমাণ করা যায়? কখন অংশীদারী কারবারের বিলোপ ঘটে/ কিভাবে একজন অংশীদারের মৃত্যুতে কারবারের বিলুপ্তি হতে পারে? অংশীদারী কারবারে একজন নাবালক কি অংশীদার হতে পারে? অংশীদার ব্যবসায় নতুন অংশীদার নেওয়া যায় কি? অংশীদারী কারবারে একজন অংশীদারের অন্তর্নিহিত ক্ষমতা কিভাবে প্রয়োগ করে?
২। পণ্য বিক্র চুক্তির বৈশিষ্ট্য ও অপরিহার্য উপাদানগুলি কি কি? কখন পণ্যের মালিকানা বিক্রেতার নিকট হইতে ক্রেতার নিকট হস্তান্তরিত হয়? “কোন বিক্রেতার পণ্যে তার নিজের যে স্বপ্ন আছে তদপেক্ষা উৎকৃষ্ট স্বত্ত্ব ক্রেতাকে প্রদান করতে পারে না।” এই নিয়মের কোন ব্যতিক্রম আছে কি? থাকলে সেগুলি কি কি?
৩। সেন্স ও এগ্রিমেন্ট টু সেল এর মধ্যে পার্থক্য কি? ক্রেতা ও বিক্রেতার অধিকার ও কর্তব্য আলোচনা কর। ক্রেতা সাধারণ নীতিটি ব্যাখ্যা কর।

৪। দেউলিয়া কাকে বলে? কি কি কারণে কোন কারণে কোন ব্যক্তিকে আদালতে দেউলিয়া ঘোষণা করা যায়? এবং কাকে দেউলিয়া ঘোষণা করা যায় না? কোন কোন কাজকে দেউলিয়াত্বমূলক কার্যকলাপ বলা হয়? কোন ব্যক্তিকে দেউলিয়া ঘোষণা করলে তার আইনগত ফলাফল কি? কখন এবং কি অবস্থায় একজন ব্যক্তি আদালতের দেউলিয়া ঘোষিত হওয়ার পরও নিজ সম্পত্তি তত্ত্বাবধানে রাখতে সক্ষম? তুমি কি এই মত সমর্থন কর যে, দেউলিয়া আইন মানবিকতা মতবাদের উপর প্রতিষ্ঠিত? দেউলিয়া আইনের উদ্দেশ্যসমূহ কি কি?

৫। হস্তান্তরযোগ্য দলিল কাকে বলে? হস্তান্তরযোগ্য দলিলের উপাদান বা বৈশিষ্ট্য কি? চালানী রসিদ কি হস্তান্তরযোগ্য দলিল? বিল অব এক্সচেঞ্জ, প্রমিসার নোটস এবং চেকসমূহকে কেন হস্তান্তরযোগ্য দলিল বলা হয়? একটি হস্তান্তরযোগ্য দলিলের প্রত্যাখান সম্পর্কিত বিধানসমূহ আলোচনা কর। একজন প্রমিসরি নোট প্রণেতা কখন দায় দায়িত্ব থেকে অব্যাহতি লাভ করে? প্রমিসার নোট, বিল অব এক্সচেঞ্জ ও চেকের মধ্যে পার্থক্য কি?

৬। চেক কাকে বলে? চেকের দাগ কাটার ফলাফল কি? চেকে দাগ কাটার পদ্ধতি বা বিভিন্ন প্রকার দাগ কাটা চেকের আলোচনা কর। ওপেন চেক ও ক্রস চেকের মধ্যে পার্থক্য কি? চের ডিসঅনারের মামলার তামাদির মেয়াদ কত? চেক ডিসঅনারের শাস্তি কি? চেক ডিসঅনারের বিচার করার এখতিয়ার সম্পন্ন আদালত কোনটি? কখন ব্যাংক অবশ্যই চেক ফেরত দিবে? সকল চেক কি বাণিজ্যিক হুন্ডি?

৭। সাধারণ বাহক কাকে বলে? সাধারণ বাহকের অধিকার, দায়িত্ব ও কর্তব্য আলোচনা কর। একজন সাধারণ বাহক কখন পণ্য বহনে অস্বীকৃতি জানাতে পারে? কখন একজন সাধারণ বাহক ক্ষতিপূরণ দিতে বাধ্য নয়? বাংলাদেশ রেলওয়ে, জাহাজের মালিক, বি.আর.টি.সি ও ডাকঘর কি সাধারণ বাহক? সাধারণ বাহক ও প্রাইভেট বাহকের পার্থক্য কি?
৮। জাহাজ ভাড়া সংজ্ঞা দাও। এর প্রকারভেদ উল্লেখ কর। বিল অব লিডিং সমুদ্রপথে মালামাল পরিবহনের চুক্তিপত্র না হলেও ইহা বিচিন্ন পক্ষের মধ্যে একটি উৎকৃষ্ট প্রমাণ আলোচনা কর। একটা বিল সব লিডিং এর অব্যক্ত বিধানগুলি কি কি? বিল অব লিডিং ও চার্টার পার্টির মধ্যে পৰ্থক্য কি?

৯। বীমা চুক্তি কাকে বলে? বীমা চুক্তির বৈশিষ্ট্য কি? জীবন বীমা, অগ্নিবীমা ও নৌবীমার পার্থক্য কি? বীমা চুক্তির ক্ষেত্রে প্রতিস্থাপনের নীতি কতটুকু প্রযোজ্য?

১০। নৌবীমা চুক্তিতে জেনারেল এ্যাভারেজ ও পার্টিকুলার এ্যাভারেজ কাকে বলে? দ্বৈতবীমা ও পূনঃবীমার মধ্যে পার্থক্য কি? “কোন বীমা কোম্পানী কোন ব্যক্তি বরাবর অগ্নি-বীমা প্রদান করার সময় এভারেজ ক্লজ অন্তর্ভূক্ত করে” আলোচনা কর। এভারেজ ক্লজের আইনগত ফলাফল কি? বীমাযোগ্য স্বার্থ কি? বিভিন্ন প্রকার বীমার ক্ষেত্রে কিভাবে এর উদ্ভব ঘটে আলোচনা কর।
[সকল বিষয়ের সাজেসান্স ও উত্তরপত্র আমাদের ওয়েবসাইটে সার্চ দিলেই পাওয়া যাবে]