অথবা, জাতীয়তাবাদ কী আন্তর্জাতিকতার বিরােধী? সংক্ষেপে আলােচনা কর।
ভূমিকাঃ আধুনিক সভ্যতার এ যুগে বিশ্বের মানুষ পরস্পর কাছাকাছি হয়ে আসছে। পৃথিবীর এক কোণের কোনাে ঘটনা অল্প সময়ের মধ্যে অন্যত্র পৌছে যাচ্ছে এবং তার প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে। মানুষের চিন্তা চেতনা আজ শুধু নিজ রাষ্ট্রে সীমাবদ্ধ নেই। এভাবে বিশ্বের সব দেশের নাগরিকই আজ বিশ্ব নাগরিকে পরিণত হয়েছে।
জাতীয়তাবাদ কি আন্তর্জাতিকতার পরিপন্থীঃ নিম্নে জাতীয়তাবাদ কি আন্তর্জাতিকতার পরিপন্থী কিনা এ সম্পর্কিত প্রধান প্রধান কারণগুলি আলােচনা করা হলাে-
(১) বিশ্বশান্তির প্রতি হুমকিঃ উগ্র জাতীয়তাবাদ বিশ্বশান্তির প্রতি এক বিরাট হুমকি। উগ্র জাতীয়তাবাদীরা শুধু শক্তি প্রয়ােগ ও নিজ শক্তি অর্জনের নীতিতে বিশ্বাসী। অন্যের স্বার্থ ও শান্তি উগ্র জাতীয়তাবাদীরা বিবেচনায় আনে না ফলে বিশ্বশান্তি হুমকির সম্মুখীন হয়।
(২) সাম্রাজ্যবাদে পরিণতঃ উগ্র জাতীয়তাবাদ ক্রমে ক্রমে সাম্রাজ্যবাদে পরিণত হয়। নিজ জাতির শ্রেষ্ঠত্ব ও গর্ব বৃদ্ধির জন্য রাষ্ট্রের শক্তি ও কর্তৃত্ব বাড়ানাে হয়। অধ্যাপক লাস্কি বলেন, ক্ষমতা যখন বেড়ে যায় জাতীয়তাবাদ তখন সাম্রাজ্যবাদে পরিণত হয়।
(৩) ঔপনিবেশিকতাবাদে পরিণতঃ উগ্র জাতীয়তাবাদের ফলে শিল্পায়িত ধনী রাষ্ট্রসমূহ নিজেদের শিল্পের কাঁচামাল সংগ্রহ ও শিল্পায়িত দ্রব্যসামগ্রী বাজারজাত করার জন্য অনুন্নত দেশগুলােতে উপনিবেশ স্থাপন করে। ভারতে ব্রিটিশ সাম্রাজ্য এভাবেই প্রতিষ্ঠিত হয়েছিল।
(৪) শক্তি হ্রসের হাতিয়ারঃ জাতিয়তাবাদ শক্তি হ্রাসের হাতিয়ার হিসেবে কাজ করে। কোনাে বহত্তর জাতির শক্তি হাস করার জন্য তাদের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের জনগােষ্ঠীর মধ্যে জাতীয়তাবােধের ধারণা দেয়া হলে তাদের মধ্যে একতা বিনষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, যাতে তাদের শক্তি হ্রাস পায়।
(৫) যুদ্ধঃ উগ্র জাতীয়তাবাদ ও যুদ্ধ একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আদর্শভ্রষ্ট জাতীয়তাবাদ আপন শ্রেষ্ঠত্ব অর্জন করতে গিয়ে আক্রমণাত্মক হয়ে ওঠে। তখন জাতিতে জাতিতে সংঘর্ষ শুরু হয়। বিগত দু’টি বিশ্বযুদ্ধে তার প্রমাণ পাওয়া গেছে।
পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, শুধুমাত্র উগ্র জাতীয়তাবাদই আন্তর্জাতিকতার পরিপন্থী। জাতীয়তাবাদ আন্তর্জাতিকতার পরিপন্থী হতে পারে না। জাতীয়তাবাদ মানুষের প্রতি মানুষের ভ্রাতৃত্ব ও ভালােবাসার জন্ম দেয়। মানুষকে নিজেদের সম্পর্কে সচেতন করে তােলে। প্রকৃত জাতীয়তাবাদ বিশ্বশান্তি ও সভ্যতার প্রতি হুমকি নয়।
Leave a comment