প্রশ্নঃ জাতীয়তাবাদী দার্শনিক হিসাবে ম্যাকিয়াভেলির ভূমিকা উল্লেখ কর।
ভূমিকাঃ জাতীয়তাবাদের মহান প্রবক্তা নিকোলাে ম্যাকিয়াভেলি ১৪৬৯ সালে ইতালির অন্তর্গত ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেন। আধুনিক রাষ্ট্রদর্শনে তার অবস্থান অনন্য। জনগণের কল্যাণের জন্য শক্তিশালী জাতি রাষ্ট্র গড়ার লক্ষ্যে বিরাট অবদান রেখেছেন।
জাতীয়তাবাদী দার্শনিক হিসাবে ম্যাকিয়াভেলির অবদানঃ নিম্নে জাতীয়তাবাদী দার্শনিক হিসাবে ম্যাকিয়াভেলির অবদান আলােচনা করা হলাে-
যেসকল কারণে ম্যাকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রের চিন্তানায়ক বলে অভিহিত করা হয় জাতীয়তাবাদের আদর্শ অনুসরণ তার মধ্যে অন্যতম। জাতীয়তাবাদের যে আদর্শ বহুদিন ধরে অব্যক্তভাবে বিকাশ লাভ করেছিল ম্যাকিয়াভেলি তাকে সর্বপ্রথম সক্রিয়ভাবে উপলব্ধি করেন এবং এই নতুন আদর্শের বন্ধনে পঞ্চধাবিভক্ত ইটালিকে অটুট ও অবিচ্ছেদ্যভাবে ঐক্যবদ্ধ করতে মনােনিবেশ করেন। তিনি ‘The Prince’ গ্রন্থের ভূমিকায় যা লিপিবদ্ধ করেছেন তা জাতীয়তাবাদের এক উজ্জ্বল অধ্যায়।
ম্যাকিয়াভেলি তার রচনাবলির কোনাে জায়গায় ‘জাতি বা জাতীয়তা’ কথাটি ব্যবহার না করলেও জাতীয়তাবাদের যেসব সূত্র বা উপাদান একট রাষ্ট্রকে ঐক্যবদ্ধ করে, সেগুলাের সম্বন্ধে তিনি অত্যন্ত গভীরভাবে সচেতন ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে, ঐতিহ্য, ভাষা ও আইন-ব্যবস্থায় অভিন্নতা একটি রাষ্ট্র বা জাতির ঐক্যের মূল সূত্র। তিনি আরও বিশ্বাস করতেন যে, একটি জাতি বা একটি জাতির সাথে তার পার্থক্য এতাে বেশি সজাগ এবং নিজস্ব স্বাধীনতা সম্বন্ধে এত বেশি সচেতন যে, এই দু’টি অনুভূতি তাকে অপরাজেয় শক্তিতে পরিণত করে।
ম্যাকিয়াভেলি পঞ্চবিভক্ত ইটালিকে ফ্রান্স ও স্পেনের মতাে জাতীয় ঐক্যের শক্তিতে পরিণত করতে চেয়েছিলেন। ম্যাকিয়াভেলী ইটালীয় জাতীয়তাবাদকে মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করার জন্য ইটালির ভাড়াটিয়া সেনাবাহিনীকে উচ্ছেদ করে তার জায়গায় ফ্রান্স ও স্পেনের অনুকরণে জাতীয় সেনাবাহিনী গঠন করার পরামর্শ দেন। তিনি বিশ্বাস করতেন, রাজার শাসন যতই শক্তিশালী হােক না কেন তার পেছনে জাতীয় সেনাবাহিনীর সমর্থন না থাকলে তার এই শক্তি কোনােই কাজে আসে না।
পরিশেষঃ পরিশেষে বলা যায়, জাতীয়তাবাদ সম্পর্কে এটিই হচ্ছে ম্যাকিয়াভেলির সঠিক অনুভূতি এবং এই অনুভূতির আলােকে ইটালির ঐক্যসাধন করে তাকে ফ্রান্সে ও স্পেন-এর মতাে শক্তিশালী জাতীয় রাষ্ট্রে পরিণত করার অধীর আগ্রহের কারণে তাকে আধুনিক জাতীয়তাবাদের জনক বলা হয়।
Leave a comment