জনসমাজ সংক্রান্ত প্রাসঙ্গিক বিষয়গুলি কী?

জনসমাজ সংক্রান্ত প্রাসঙ্গিক বিষয়গুলি হল ভূখণ্ড ও ভাষাগত ঐক্য।


জাতীয় জনসমাজের প্রকৃতি সম্পর্কে কী বলা যায়?

জাতীয় জনসমাজ হল ‘জনসমাজ ও ‘জাতির মধ্যবর্তী এক পর্যায়, যেখানে রাজনৈতিক চেতনাসম্পন্ন, ভাষাগত ও ভাবগত ঐক্য প্রত্যক্ষ করা যায়।


জাতির সৃষ্টি প্রসঙ্গে কী বলা যায়?

জাতি হল একটি মনস্তাত্ত্বিক সত্তা, যা অতীতের ত্যাগ ও তিতিক্ষার মধ্যে দিয়ে রাজনৈতিকভাবে সংগঠিত হয়ে বহিঃশাসনমুক্ত স্বতন্ত্র জনগােষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করে।


“জাতীয় জনসমাজ হল অতীত ইতিহাসের অভিজ্ঞতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি ফল”—উক্তিটি কার?

প্রশ্নোক্ত উক্তিটি কোকারের।


“জাতীয় জনসমাজ হল ভাষা, সহিত্য, ধ্যানধারণা, আচার-আচরণ ও ঐতিহ্যের বন্ধনে সুদৃঢ়ভাবে আবদ্ধ এমন একটি ঐক্যবদ্ধ জনসমাজ, যা নিজেকে অনুরূপ বন্ধনে আবদ্ধ অন্যান্য জনসমাজ থেকে পৃথক বলে মনে করে”—উক্তিটি কার?

প্রশ্নোক্ত উক্তিটি লর্ড ব্রাইসের।


আলফ্রেড জিমানের মতে জাতি কী?

আলফ্রেড জিমার্নের মতে, যে জনসমাজের মানুষ নিজেদের একটি জাতিসত্তার অঙ্গীভূত বলে মনে করে, সেই জনসমাজই হল জাতি।


গিলক্রিস্টের মতে জাতি কী?

গিলক্রিস্টের মতে, জাতি হল রাষ্ট্রাধীন সুগঠিত একটি জনসমাজ। 


“একটি জাতীয় জনসমাজ ঐক্যবদ্ধ হয়ে সার্বভৌমিকতা ও স্বাধীনতা অর্জন করে জাতিতে পরিণত হয়’—উক্তিটি কার?

প্রশ্নোক্ত উক্তিটি হায়েসের।


জাতীয় জনসমাজ গঠনের উপাদানগুলিকে প্রধানত ক-টি ভাগে ভাগ করা যায়?

জাতীয় জনসমাজ গঠনের উপাদানগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়।


ইজরায়েল রাষ্ট্র কবে গঠিত হয়?

১৯৪৮ সালে ইজরায়েল রাষ্ট্র গঠিত হয়।


“কোনাে জাতির রক্তের বিশুদ্ধতা নেই ‘-এ কথা কারা প্রমাণ করেছেন?

“কোনাে জাতির রক্তের বিশুদ্ধতা নেই”—আধুনিক নৃতত্ত্ববিদরা এ কথা প্রমাণ করেছেন।


“ভাষাই হল জাতীয় ঐক্য ও সংহতি সৃষ্টির অন্যতম প্রধান উপাদান”- উক্তিটি কার?

প্রশ্নোক্ত উক্তিটি ফিকটের।


কে বলেছেন “ধর্মবিশ্বাসের পার্থক্য যেখানে প্রবল, সেখানে জাতিগত ঐক্য স্বল্পস্থায়ী হতে বাধ্য”?

অধ্যাপক গিলক্রিস্ট প্রশ্নোক্ত কথাটি বলেছেন।


“জাতীয় জনসমাজ সম্পর্কে ধারণা হল মূলত ভাবগত”—উক্তিটি কার?

প্রশ্নোক্ত উক্তিটি ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক রেনার।


কার মতানুসারে বংশগত কিংবা ভাষাগত ঐক্য নয়; বরং ভাবগত ঐক্যই জাতি সৃষ্টি করে?

প্রশ্নে উল্লিখিত মতটি হল ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক রেনার।


জাতীয় জনসমাজ কখন গড়ে ওঠে?

জনসমাজের মধ্যে যখন রাজনৈতিক চেতনা জাগরিত হয়, তখন জাতীয় জনসমাজ গড়ে ওঠে।


জাতি কখন গড়ে ওঠে?

জাতীয় জনসমাজের মধ্যে যখন জাতীয়তাবােধের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তখন জাতি গড়ে ওঠে।


“ক্ষুদ্র রাষ্ট্রসমূহের স্বাধীনতা মিথ্যা কল্পনা মাত্র”-উক্তিটি কার?

প্রশ্নোষ্ধৃত উক্তিটি ফ্রিডম্যানের।


নয়া উপনিবেশবাদ কী?

যখন কোনাে বৃহৎ রাষ্ট্র কোনাে ক্ষুদ্র রাষ্ট্রকে দখল না করেও তাকে অর্থনৈতিক শােষণ করে, তখন সেই ব্যবস্থাকে নয়া উপনিবেশবাদ বলা হয়।


জাতীয় জনসমাজ এবং জাতি—এই দুটি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?

জাতীয় জনসমাজ এবং জাতি—এই দুটি শব্দের ব্যুৎপত্তিগত হল একই পূর্বপুরুষ থেকে জাত জনসমষ্টি।


‘ন্যাশনালিটি” শব্দটির বাংলা অর্থ কী?

ন্যাশনালিটি’ শব্দটির বাংলা অর্থ হল জাতীয় জনসমাজ।


ম্যাকেঞ্জির মতে জাতীয় জনসমাজ কী?

ম্যাকেঞ্জির মতে, একই সঙ্গে বসবাস না করলেও কিছু সংখ্যক ব্যক্তির মধ্যে ঐতিহ্যগত ও ভাবগত ঐক্য বিদ্যমান থাকলে তাকে জাতীয় জনসমাজ বলে অভিহিত করা যায়।


ইংরেজি নেশন শব্দের বাংলা প্রতিশব্দ কী?

ইংরেজি নেশন’ শব্দের বাংলা প্রতিশব্দ হল জাতি।


ফরাসি দার্শনিক রেনার মতে জাতি কী?

ফরাসি দার্শনিক রেনার মতে, কোনাে গৌরবােজ্জ্বল বা দুঃখজনক অতীতের স্মৃতির বন্ধন এবং একই রাষ্ট্র ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছাই একটি জনসমাজকে জাতিতে পরিণত করে।


লর্ড ব্রাইসের মতে জাতি কী?

লর্ড ব্রাইসের মতে, রাজনৈতিকভাবে সংগঠিত বহিঃশাসন থেকে সর্বপ্রকারে মুক্ত অথবা মুক্তিকামী একটি নির্দিষ্ট জনসমাজকে জাতি বলে।


হায়েসের মতে জাতি কী?

হায়েস বলেছেন, একটি জাতীয় জনসমাজ ঐক্যবদ্ধ হয়ে সার্বভৌমিকতা ও স্বাধীনতা অর্জন করে জাতিতে পরিণত হয়।


কোন্ কোন্ উপাদান জনসমাজকে জাতীয় জনসমাজে রূপান্তরিত করে?

বাহ্যিক উপাদান ও ভাবগত উপাদান জনসমাজকে জাতীয় জনসমাজে রূপান্তরিত করে।


জার্মান দার্শনিক ফিক্টের মতে, জাতীয় ঐক্য ও সংহতি সৃষ্টির অন্যতম প্রধান উপাদান কী?

জার্মান দার্শনিক ফিটের মতে, জাতীয় ঐক্য ও সংহতি সৃষ্টির অন্যতম প্রধান উপাদান হল ভাষা।


রামসে মুর জাতীয় জনসমাজ গঠনের ক্ষেত্রে কীসের ওপর অধিক‌ গুরুত্ব আরােপ করেছেন?

রামসে মুর জাতীয় জনসমাজ গঠনের ক্ষেত্রে ভাষাগত ঐক্যের ওপর অধিক গুরুত্ব আরােপ করেছেন।


ন্যাশনালিজম গ্রন্থটি পাঠ করে কোন্ ইংরেজ যুবকের জীবনে আমূল পরিবর্তন ঘটে?

ন্যাশনালিজম গ্রন্থটি পাঠ করে ম্যাক্স প্লাউম্যান নামক এক ইংরেজ যুবকের জীবনে আমূল পরিবর্তন ঘটে।


জাতীয় জনসমাজ গঠনে বাহ্যিক উপাদান অপেক্ষা কোন্ উপাদান অধিক গুরুত্বপূর্ণ?

জাতীয় জনসমাজ গঠনে বাহ্যিক উপাদান অপেক্ষা ভাবগত উপাদান অধিক গুরুত্বপূর্ণ।


নেশন (Nation) শব্দটি কোন্ লাতিন শব্দ থেকে উদ্ভূত?

নেশন (Nation) শব্দটি লাতিন শব্দ ‘নেশিও’ (Natio) থেকে উদ্ভূত।


কোন্ আকাঙ্ক্ষা একটি জনসমাজকে জাতীয় জনসমাজে রূপান্তরিত করে?

রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা একটি জনসমাজকে জাতীয় জনসমাজে রূপান্তরিত করে।


কোন্ রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমে জাতীয় গুণাবলির পরিপূর্ণ বিকাশ ঘটতে পারে?

যুক্তরাষ্ট্রীয় রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমে জাতীয় গুণাবলির পরিপূর্ণ বিকাশ ঘটতে পারে।


জাতীয় জনসমাজের একটি প্রধান উপাদান উল্লেখ করাে।

জাতীয় জনসমাজের একটি প্রধান উপাদান হল ভৌগােলিক একতা।


জাতি ও রাষ্ট্রের মধ্যে একটি পার্থক্য উল্লেখ করাে।

জাতির হাতে কোনাে সার্বভৌম ক্ষমতা থাকে না। রাষ্ট্রের অপরিহার্য বৈশিষ্ট্য হল সার্বভৌম ক্ষমতা।


জনসমাজ কখন জাতিতে রূপান্তরিত হয়?

জনসমাজের মধ্যে এক গভীর স্বাতন্ত্রযবােধ দেখা দিলে জাতীয় জনসমাজের উদ্ভব ঘটে। জাতীয় জনসমাজের মধ্যে সুগভীর রাজনৈতিক চেতনার জন্ম হলে জাতীয় জনসমাজ জাতিতে রূপান্তরিত হয়।


জাতীয় জনসমাজের দুটি বাহ্যিক উপাদান লেখাে।

জাতীয় জনসমাজের দুটি বাহ্যিক উপাদান হল বংশগত ঐক্য, ভাষাগত ঐক্য।


জাতীয় জনসমাজ গঠনের ভাবগত উপাদানগুলি কী?

জাতীয় জনসমাজ গঠনের ভাবগত উপাদানগুলি হল অতীতের গৌরবময় স্মৃতিবিজড়িত ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য।


উগ্র জাতীয়তাবাদ কীসের জন্ম দেয়?

উগ্র জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদের জন্ম দেয়।


আধুনিক রাষ্ট্র প্রধানত কী ধরনের রাষ্ট্র?

আধুনিক রাষ্ট্র প্রধানত বর্ভুজাতিক রাষ্ট্র।


জাতীয় জনসমাজ ও জাতির মধ্যে প্রধান পার্থক্য কী?

জাতীয় জনসমাজ হল রাজনৈতিক চেতনাসম্পন্ন জনসমাজ। অন্যদিকে, জাতি হল এমন এক জনসমাজ যারা রাষ্ট্রনৈতিকভাবে সংগঠিত এবং বহিঃশাসন থেকে সম্পূর্ণ মুক্ত অথবা মুক্ত হওয়ার জন্য সচেষ্ট।


জাতি কাকে বলে?

জাতি বলতে বােঝায় রাষ্ট্রনৈতিকভাবে সংগঠিত এমন এক জনসমাজ, যা বহিঃশাসন থেকে সম্পূর্ণ মুক্ত অথবা মুক্ত হওয়ার জন্য সচেষ্ট।


কার মতে, জাতি হল রাষ্ট্রাধীন সুগঠিত একটি জনসমষ্টি?

গিলক্রিস্টের মতে জাতি হল রাষ্ট্রাধীন সুগঠিত একটি জনসমষ্টি।


জাতি ধারণাটি মনস্তাত্ত্বিক না রাজনৈতিক?

জাতি ধারণাটি মনস্তাত্ত্বিক।


জাতি কীসের মধ্য দিয়ে পূর্ণতা লাভ করে?

জাতি রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে পূর্ণতা লাভ করে।


জাতীয় জনসমাজ বলতে কী বােঝ?

একটি জনসমাজ যখন ঐক্যবদ্ধ হয়ে অন্যান্য জনসমাজ থেকে নিজেকে সম্পূর্ণ স্বতন্ত্র মনে করে, তখন সেই জনসমাজকে জাতীয় জনসমাজ বলে।


জাতীয় জনসমাজের সঙ্গে দেশপ্রেম যুক্ত হলে কী হয়?

জাতীয় জনসমাজের সঙ্গে দেশপ্রেম যুক্ত হলে জাতির জন্ম হয়।


রাজনৈতিক চেতনাবিহীন ঐক্যবদ্ধ জনসমষ্টিকে কী বলা হয়?

রাজনৈতিক চেতনাবিহীন ঐক্যবদ্ধ জনসমষ্টিকে জনসমাজ বলা হয়।


জাতীয় জনসমাজকে ‘রাজনৈতিক চেতনাসম্পন্ন জনসমাজ’ বলে কে উল্লেখ করেছেন?

জন স্টুয়ার্ট মিল জাতীয় জনসমাজকে রাজনৈতিক চেতনাসম্পন্ন জনসমাজ বলে উল্লেখ করেছেন।


জাতীয় জনসমাজ কখন জাতিতে উন্নীত হয়?

জাতীয় জনসমাজের মধ্যে সুগভীর রাজনৈতিক চেতনার জন্ম হলে এবং নিজেদের জন্য স্বতন্ত্র ও স্বাধীন একটি রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা গড়ে উঠলে জাতীয় জনসমাজ জাতিতে উন্নীত হয়।


জাতীয় জনসমাজ গঠনে রাষ্ট্রনৈতিক ঐক্য কি একমাত্র উপাদান?

জাতীয় জনসমাজ গঠনে রাষ্ট্রনৈতিক ঐক্য একমাত্র উপাদান নয়।


রাষ্ট্রনৈতিক ঐক্য ছাড়াই জাতীয় জনসমাজ গঠিত হয়েছে এমন একটি জাতিগােষ্ঠীর উদাহরণ দাও।

রাষ্ট্রনৈতিক ঐক্য ছাড়াই জাতীয় জনসমাজ গঠিত হয়েছে এমন একটি জাতিগােষ্ঠীর উদাহরণ হল ইহুদি গােষ্ঠী, যারা পরবর্তী সময়ে ইজরায়েল রাষ্ট্র গঠন করে।


“আধুনিক রাষ্ট্রের ঐক্যের বুনিয়াদ বাহ্যিক নয়, তা সম্পূর্ণভাবে মানসিক”- ‘-এ কথা কে বলেছেন?

প্রশ্ন উদ্ধৃত কথাটি বলেছেন গেটেল।


ধর্মের ভিত্তিতে বিভাজিত হয়ে গঠিত রাষ্ট্রের একটি উদাহরণ দাও।

১৯৪৭ খ্রিস্টাব্দে অখন্ড ভারতবর্ষ থেকে ধর্মের ভিত্তিতে বিভাজিত হয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়।


দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বংশগত ঐক্যের ভিত্তিতে কোন জাতি ঐক্যবদ্ধ হয়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বংশগত ঐক্যের ভিত্তিতে জার্মান জাতি ঐক্যবদ্ধ হয়।


ভৌগােলিক একতা ছাড়াও জাতীয় জনসমাজ গঠিত হওয়ার একটি দৃষ্টান্ত দাও।

ইজরায়েল রাষ্ট্র গঠিত হওয়ার আগে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ইহুদি জাতির আত্মপ্রকাশ এই ঘটনার দৃষ্টান্ত।


কোন জার্মান দার্শনিক জাতীয় ঐক্য সৃষ্টির প্রধান উপাদান হিসেবে ভাষার কথা উল্লেখ করেছেন?

জার্মান দার্শনিক ফিক্‌টে জাতীয় ঐক্য সৃষ্টির প্রধান উপাদান হিসেবে ভাষার কথা উল্লেখ করেছেন।


জনসমাজ বলতে কী বােঝ?

জনসমাজ বলতে সাধারণভাবে একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী সমজাতীয় জীবনযাত্রায় অভ্যস্ত জনগােষ্ঠীকে বােঝায়।


আত্মনিয়ন্ত্রণের অধিকার কী?

অত্যাচারী জাতির বন্ধন থেকে মুক্ত হয়ে নিজের ভাগ্য নিরূপণ করার অধিকার শুধু নিজের হাতে রাখার দাবিই আত্মনিয়ন্ত্রণের অধিকার।


জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে একটি যুক্তি দাও।

আত্মনিয়ন্ত্রণের অধিকার অখণ্ডতার পরিপন্থী।


এক জাতি, এক রাষ্ট্র নীতির অর্থ কী?

কোনাে জাতীয় জনসমাজ যখন নিজের পৃথক সত্তা ও জাতীয় বৈশিষ্ট্য রক্ষার জন্য একটি নিজস্ব রাষ্ট্রীয় কাঠামাের মধ্যে নিজের রাজনৈতিক ভাগ্যকে নিয়ন্ত্রণ করার দাবি জানায়, তখন তাকে এক জাতি, এক রাষ্ট্র নীতি বলা হয়।


এক জাতি, এক রাষ্ট্র’ তত্ত্বটির একটি গুণ উল্লেখ করাে।

এক জাতি, এক রাষ্ট্র তত্ত্বটির একটি গুণ হল এই তত্ত্বটি বিশ্বসভ্যতা বিকাশে সহায়ক।


জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারটি কবে থেকে প্রতিষ্ঠিত হয়?

১৭৭২ সালে পােল্যান্ড দ্বিখণ্ডিত হওয়ার সময় থেকে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠিত হয়।


১৯১৮ সালে কোন্ মার্কিন রাষ্ট্রপতি আত্মনিয়ন্ত্রণের অধিকার তত্ত্বের সমর্থনে কংগ্রেসে জোরালাে বক্তব্য দেন?

মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন ১৯১৮ সালে আত্মনিয়ন্ত্রণের অধিকার তত্ত্বের সমর্থনে জোরালাে বক্তব্য দেন।


জন স্টুয়ার্ট মিল এক জাতি, এক রাষ্ট্র নীতির সমর্থনে কী বলেছেন?

মিলের মতে, জাতীয় জনসমাজের সীমারেখা রাষ্ট্রের সীমারেখার সমান হওয়া উচিত।


উড্রো উইলসন এক জাতি, এক রাষ্ট্র’ নীতির সমর্থনে কী বলেছেন?

‘এক জাতি, এক রাষ্ট্র নীতির সমর্থনে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসনের বক্তব্য হল, প্রতিটি জাতিকে আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রদান করলে যুদ্ধের অন্যতম প্রধান কারণকে সমূলে উৎপাটিত করা সম্ভব।


“জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার হল এমন এক অস্ত্র যার দুদিকে ধার”-উক্তিটি কার?

প্রশ্নোক্ত উক্তিটি লর্ড কার্জনের।


জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সমর্থন করেছেন এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম উল্লেখ করাে।

মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সমর্থন করেছেন।


জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে মতামত দিয়েছেন এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম উল্লেখ করাে।

লর্ড কার্জন আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে মতামত দিয়েছেন৷


এক জাতি, এক রাষ্ট্র নীতি মেনে নিলে ব্রিটেন কটি পৃথক রাষ্ট্রে বিভক্ত হয়ে পড়বে?

এক জাতি, এক রাষ্ট্র নীতি মেনে নিলে ব্রিটেন চারটি পৃথক রাষ্ট্রে বিভক্ত হয়ে পড়বে।


এক জাতি, এক রাষ্ট্র নীতি মেনে নিলে সুইটজারল্যান্ড কটি পৃথক রাষ্ট্রে বিভক্ত হয়ে পড়বে?

এক জাতি, এক রাষ্ট্র নীতি মেনে নিলে সুইটজারল্যান্ড তিনটি পৃথক রাষ্ট্রে বিভক্ত হয়ে পড়বে।


জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার তত্তন সম্পর্কে অ্যাকটন কী বলেছেন?

‘জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার তত্ত্ব সম্পর্কে অ্যাকটন বলেছেন, যে রাষ্ট্রে কেবল একটি জাতি বাস করে সেখানে সমাজ অনগ্রসর হতে বাধ্য।


১৩০৮ বঙ্গাব্দে রবীন্দ্রনাথ কোন প্রবন্ধটি রচনা করেন?

১৩০৮ বঙ্গাব্দে রবীন্দ্রনাথ প্রাচ্য ও পাশ্চাত্য সভ্যতা নামক প্রবন্ধটি রচনা করেন।


জার্মান জাতি সম্পর্কে কী বলে হিটলার জার্মান জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন?

জার্মানরা খাঁটি আর্যরক্তসম্ভূত- এই কথা বলে হিটলার জার্মান জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন।


আত্মনিয়ন্ত্রণের অধিকারের মূল নীতি কী?

এক জাতি, এক রাষ্ট্র ই হল আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার মৌলিক নীতি।


স্তালিনের মতে, আত্মনিয়ন্ত্রণের অধিকার নীতির অর্থ কী?

স্তালিনের মতে, নিজের ভাগ্য নিরূপণ করার অধিকার শুধু নিজের হাতে থাকাই হল আত্মনিয়ন্ত্রণের অধিকার।


মার্কিন রাষ্ট্রপতি উইলসন কত সালে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার নীতির সমর্থনে কংগ্রেসে জোরালাে বক্তব্য পেশ করেছিলেন?

মার্কিন রাষ্ট্রপতি উইলসন ১৯১৮ সালে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার নীতির সমর্থনে কংগ্রেসে জোরালাে বক্তব্য পেশ করেছিলেন।


পোল্যান্ড কত সালে দ্বিখণ্ডিত হয়?

১৭৭২ সালে পােল্যান্ড দ্বিখন্ডিত হয়।


জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার নীতির সপক্ষে জন স্টুয়ার্ট মিল কী বলেছিলেন?

জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার নীতির সপক্ষে জন স্টুয়ার্ট মিল বলেছিলেন বহুজাতিভিত্তিক রাষ্ট্রে স্বাধীন রাজনৈতিক প্রতিষ্ঠান কখনােই গড়ে উঠতে পারে না।


মার্কিন রাষ্ট্রপতি উইলসন ১৯১৮ সালে কোন্ তত্ত্বের সমর্থনে জোরালাে বক্তব্য রাখেন?

মার্কিন রাষ্ট্রপতি উইলসন ১৯১৮ সালে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার তত্ত্বের সমর্থনে জোরালো বক্তব্য রাখেন।


একজাতিভিত্তিক রাষ্ট্রের একটি উদাহরণ দাও।

একজাতিভিত্তিক রাষ্ট্রের উদাহরণ হল ইজরায়েল।


এক জাতি, এক রাষ্ট্রের তত্ত্ব কোন্ সময় থেকে জনপ্রিয় হয়?

উনবিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে এক জাতি, এক রাষ্ট্রের তত্ত্ব জনপ্রিয়তা লাভ করে।


জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে একটি যুক্তি দাও।

জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বিশ্বসভ্যতার বিকাশে সহায়ক, কারণ প্রতিটি জাতির নিজস্ব রাষ্ট্র ও সরকার থাকলে জাতির সভ্যতা ও সংস্কৃতি দ্রুত বিকশিত হয়।


জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার মতবাদটির প্রবক্তা কে?

জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার মতবাদটির প্রবক্তা মার্কিন রাষ্ট্রপতি উইলসন।


এক জাতি, এক রাষ্ট্র নীতির উপর কোন্ তত্ত্বটি প্রতিষ্ঠিত?

এক জাতি, এক রাষ্ট্র নীতির উপর জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের তত্ত্ব প্রতিষ্ঠিত।


জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার তত্ত্বটিকে জনপ্রিয় করেছেন এমন একজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখাে।

জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার তত্ত্বটিকে জনপ্রিয় করেছেন এমন একজন রাষ্ট্রবিজ্ঞানী হলেন জন স্টুয়ার্ট মিল।


এক জাতি, এক রাষ্ট্র নীতিকে ‘ইতিহাসের পশ্চাদগামী পদক্ষেপ কে বলেছেন?

এক জাতি, এক রাষ্ট্র নীতিকে ইতিহাসের পশ্চাদগামী পদক্ষেপ বলেছেন লর্ড অ্যাকটন।


উদ্বাস্তু সমস্যার মূলে কোন্ তত্ত্ব দায়ী?

উদ্বাস্তু সমস্যার মূলে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার তত্ত্ব দায়ী।


জাতীয়তাবাদের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত ধারণাগুলি কী কী?

জাতীয়তাবাদের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত ধারণাগুলি হল জনসমাজ, জাতি ও জাতীয় জনসমাজ।


জাতীয়তাবাদ সম্পর্কিত ধারণা প্রসঙ্গে একটি যুক্তি দাও।

জাতীয়তাবাদ সম্পর্কিত ধারণা প্রসঙ্গে একটি যুক্তি হল জাতীয়তাবাদ একটি ভাবগত বা মানসিক ধারণা।


জাতীয়তাবাদের গুরুত্ব কী?

জাতীয়তাবাদ আন্তর্জাতিকতার বিরােধী।


জাতীয়তাবাদের বিপক্ষে যুক্তিগুলি কী?

জাতীয়তাবাদের বিপক্ষে যুক্তিগুলি হল এটি গণতন্ত্র ও আন্তর্জাতিকতার পরিপন্থী এবং জাতিবিদ্বেষ সৃষ্টিকারী।


আন্তর্জাতিকতার গুরুত্ব প্রসঙ্গে কী বলা হয়?

আন্তর্জাতিকতার গুরুত্ব প্রসঙ্গে বলা হয় যে, আন্তর্জাতিকতা বিশ্বশান্তি ও মানবসভ্যতার সহায়ক।


জাতীয়তাবাদ সম্পর্কে বার্ট্রান্ড রাসেল কী বলেছেন?

বার্ট্রান্ড রাসেলের মতে, জাতীয়তাবাদ হল এমন এক সাদৃশ্য ও ঐক্যের অনুভূতি যা পরস্পরকে ভালােবাসতে শেখায়।


বার্ট্রান্ড রাসেল জাতীয়তাবাদকে কী বলে অভিহিত করেছেন?

বার্ট্রান্ড রাসেল জাতীয়তাবাদকে ‘সাদৃশ্য ও ঐক্যের অনুভূতি বলে অভিহিত করেছেন।


জাতীয়তাবাদের মূল বক্তব্য কী?

জাতীয়তাবাদের মূল বক্তব্য হল ‘নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে দাও।”


লয়েড জাতীয়তাবাদকে কী বলে অভিহিত করেছেন?

লয়েডের মতে, জাতীয়তাবাদ এমন একটি ধর্ম যা মানুষের প্রবৃত্তির মধ্যেই নিহিত থাকে।


অধ্যাপক ল্যাস্কির মতে, জাতীয়তাবাদ কী?

ল্যাঙ্কির মতে, মানুষের সঙ্গালিপ্ত প্রবৃত্তি এবং স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করার ইচ্ছাই হল জাতীয়তাবাদের ভিত্তি।


হায়েসের মতে জাতীয়তাবাদ কী?

হায়েসের মতে, জনসমাজ ও দেশপ্রেমের আধুনিক আবেগমন্ডিত সমন্বয়সাধনই হল জাতীয়তাবাদ।


লুক্সেমবুর্গের মতে, জাতীয়তাবাদ কী?

লুক্সেমবুর্গের মতে, জাতীয় রাষ্ট্র এবং জাতীয়তাবাদ হল এমন একটি শূন্য পাত্র, যার মধ্যে প্রতিটি যুগ ও প্রত্যেকটি দেশের শ্রেণি সম্পর্ক বিশেষ অন্তর্বস্তু ঢেলে দেয়।


জাতীয়তাবাদের মূলনীতিটি উল্লেখ করাে।

জাতীয়তাবাদের মূল বক্তব্য হল ‘নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে দাও।


“জাতীয়তাবাদই হল আন্তর্জাতিকতায় উপনীত হওয়ার রাজপথ”—উক্তিটি কার?

প্রশ্নোধৃত উক্তিটি জিমার্নের।


“জাতীয়তাবাদ হল আন্তর্জাতিকতার সংকট”উক্তিটি কার?

জাতীয়তাবাদ প্রসঙ্গে প্রশ্নোধৃত উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের।


আন্তর্জাতিক শক্তিকে ‘কাপুরুষের স্বপ্ন’ কে বলেছেন?

বেনিটো মুসােলিনি আন্তর্জাতিক শক্তিকে কাপুরুষের স্বপ্ন বলেছেন।


বাঙালির রাষ্ট্রচিন্তা গ্রন্থটির লেখক ক?

বাঙালির রাষ্ট্রচিন্তা গ্রন্থটির রচয়িতা সৌরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়৷


ন্যাশনালিজম গ্রন্থটির রচয়িতা কে?

ন্যাশনালিজম গ্রন্থটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।


ইউরােপীয় বা সংকীর্ণ জাতীয়তাবাদকে বঙ্কিমচন্দ্র কী বলে ধিক্কার জানিয়েছেন?

বঙ্কিমচন্দ্রের মতে, ইউরােপীয় জাতীয়তাবাদ হল ‘ঘােরতর পৈশাচিক পাপ।


জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতা পরস্পরের পরিপূরক’—এই ধারণার একজন সমর্থকের নাম লেখাে।

ম্যাৎসিনি ছিলেন প্রশ্নোত্ত ধারণাটির সমর্থক।


জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতা পরস্পরবিরােধী’—এই ধারণার একজন সমর্থকের নাম উল্লেখ করাে।

ল্যাঙ্কি ছিলেন প্রশ্নোক্ত ধারণাটির একজন অন্যতম সমর্থক।


জাতীয়তাবাদের একটি গুণ উল্লেখ করাে।

এক মহান আদর্শরূপে প্রকৃত জাতীয়তাবাদ সমগ্র জাতিকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে দেশের জন্য আত্মত্যাগ করতে অনুপ্রেরণা জোগায়।


কোন জাতীয়তাবাদ জাতির মধ্যে কূপমণ্ডুকতা সৃষ্টি করে?

সংকীর্ণ জাতীয়তাবাদ জাতির মধ্যে কূপমণ্ডুকতা সৃষ্টি করে।


মার্কসবাদীরা কোন্ জাতীয়তাবাদকে প্রলেতারীয় আন্তর্জাতিকতার বিরােধী’ বলে অভিহিত করেছেন?

মার্কসবাদীরা বুর্জোয়া জাতীয়তাবাদকে প্রলেতারীয় আন্তর্জাতিকতার বিরােধী’ বলে অভিহিত করেছেন।


স্পেংগলারের মতে, কোন্ ঐক্য জাতীয়তাবাদের সৃষ্টি করে?

স্পেংগলার মনে করেন, ভাবগত ঐক্যই জাতীয়তাবাদের সৃষ্টি করে।


“স্ত্রীলােকের কাছে মাতৃত্ব যেমন স্বাভাবিক, পুরুষের কাছে যুদ্ধও তেমন স্বাভাবিক-উক্তিটি কার?

প্রশ্নোষ্ধৃত উক্তিটি বেনিটো মুসােলিনির।


“হয় মানুষ যুদ্ধকে ধ্বংস করবে, নয়তাে যুদ্ধই মানুষকে নিশ্চিহ্ন করে দেবে”-কে বলেছেন?

প্রশ্নোচ্ধৃত উক্তিটি দার্শনিক বার্ট্রান্ড রাসেলের।


জাতীয়তাবাদের সপক্ষে একটি যুক্তি দাও।

এক মহান আদর্শরূপে প্রকৃত জাতীয়তাবাদ সমগ্র জাতিকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে দেশের জন্য আত্মত্যাগ করতে অনুপ্রেরণা জোগায়।


বিকৃত জাতীয়তাবাদ বলতে কী বােঝ?

বিকৃত জাতীয়তাবাদ নিজের সম্পর্কে গর্ববােধের পাশাপাশি অন্য জাতির প্রতি ঘৃণার মনােভাব পােষণ করে এবং সাম্রাজ্যবাদের জন্ম দেয়।


আন্তর্জাতিকতার উদ্ভবের পশ্চাতে একটি প্রধান কারণ উল্লেখ করাে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উগ্র জাতীয়তাবাদ যেভাবে মানবজাতিকে এক সর্বাত্মক ধ্বংসের পথে ঠেলে দেয়, তা থেকে মুক্তির পথ হিসেবে আন্তর্জাতিকতার উদ্ভব ঘটে।


লর্ড বায়রন, ম্যাৎসিনি, লিকক প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী জনসমাজের উৎপত্তির ক্ষেত্রে কীসের ওপর গুরুত্ব আরােপ করেছেন?

লর্ড বায়রন, ম্যাৎসিনি, লিকক প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী জনসমাজের উৎপত্তির ক্ষেত্রে উদ্ভবগত ঐক্যের ওপর গুরুত্ব আরােপ করেছেন।


মার্কসবাদী দার্শনিকগণ বুর্জোয়া জাতীয়তাবাদকে কী বলে অভিহিত করেছেন?

মার্কসবাদী দার্শনিকগণ বুর্জোয়া জাতীয়তাবাদকে মার্কসবাদী দার্শনিকগণ বুর্জোয়া জাতীয়তাবাদকে প্রলেতারীয় আন্তর্জাতিকতার বিরােধী এবং শ্রমজীবী মানুষের সংগ্রামকে দুর্বল করার একটি মতাদর্শ বলেছেন।


মুসােলিনি আন্তর্জাতিক শান্তিকে কী বলে পরিহাস করতেন?

মুসােলিনি আন্তর্জাতিক শান্তিকে কাপুরুষের স্বপ্ন বলে পরিহাস করতেন।


বিকৃত জাতীয়তাবাদ সম্পর্কে রাসেল কী বলেছিলেন?

বিকৃত জাতীয়তাবাদ সম্পর্কে রাসেল বলেছিলেন যে, হয় মানুষ যুদ্ধকে ধ্বংস করবে, নয়তাে যুদ্ধই মানুষকে নিশ্চিহ্ন করে দেবে।


স্পেংগলারের মতে জাতীয়তাবাদ কী?

স্পেংগলারের মতে, বংশগত কিংবা ভাষাগত ঐক্য নয়, বরং ভাবগত ঐক্যই জাতীয়তাবাদের সৃষ্টি করে।


কার্ল ডয়েস জাতীয়তাবাদকে কী বলে অভিহিত করেছেন?

ডয়েসের মতে, দেশের জনসাধারণের মধ্যে নিম্নশ্রেণির অন্তর্ভুক্ত বহুসংখ্যক ব্যক্তি সামাজিক যােগাযােগ ও অর্থনৈতিক সম্পর্কের ভিত্তিতে দেশের বিভিন্ন আঞ্চলিক ও কেন্দ্রীয় নেতৃত্বে ক্ষমতাসীন জনগােষ্ঠীর সঙ্গে প্রত্যক্ষ বা পরােক্ষভাবে যুক্ত হলে জাতীয়তাবাদের উৎপত্তি ঘটে।


এ আর দেশাই জাতীয়তাবাদের কীরূপ সংজ্ঞা প্রদান করেছেন?

এ আর দেশাই বলেছেন যে, জাতীয়তাবাদ হল একটি জাতি গঠনকারী বিভিন্ন শ্রেণি ও গােষ্ঠীর এমন একটি আন্দোলন, যা তাদের আশা-আকাঙ্ক্ষায় ইতিবাচক সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সারবস্তু মেশাতে চায়।


জাতীয়তাবাদের একটি ত্রুটি উল্লেখ করাে।

জাতীয়তাবাদ জাতির মধ্যে জাত্যাভিমানের জন্ম দেয়, এর ফলে জাতিবিদ্বেষের সৃষ্টি হয়।


আন্তর্জাতিকতা সম্পর্কে ল্যাস্কি কী বলেছেন?

আন্তর্জাতিকতা সম্পর্কে ল্যাস্কি বলেছেন যে, আন্তর্জাতিকভাবে বাঁচতে না পারলে আমাদের ধ্বংস অনিবার্য।


জাতীয়তাবাদের জনক হিসেবে কাকে গণ্য করা হয়?

ম্যাৎসিনিকে জাতীয়তাবাদের জনক বলা হয়।


প্রলেতারীয় আন্তর্জাতিকতা বলতে কী বােঝ?

বিশ্বের বিভিন্ন দেশের প্রলেতারীয়দের শ্রেণিস্বার্থ অভিন্ন হওয়ায় তাদের মধ্যে যে সংহতিবােধ গড়ে ওঠে, তাকে প্রলেতারীয় আন্তর্জাতিকতা বলা হয়।


প্রলেতারীয় আন্তর্জাতিকতাবাদের লক্ষ্য কী?

শ্রমজীবী জনগণের শ্রেণিস্বার্থের সঙ্গে জাতীয় স্বার্থের সমন্বয়সাধনই প্রলেতারীয় আন্তর্জাতিকতাবাদের প্রধান লক্ষ্য।


লড়াইয়ের মূল প্রবন্ধটির রচয়িতা কে?

লড়াইয়ের মূল প্রবন্ধটির রচয়িতা হলেন জ্যোতির্ময় ভট্টাচার্য।


কার মতে, মানুষের সঙ্গলিঙ্গু প্রবৃত্তি এবং স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করার ইচ্ছাই হল জাতীয়তাবাদের ভিত্তি?

হায়েসের মতে, মানুষের সঙ্গলিন্সু প্রবৃত্তি এবং স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করার ইচ্ছাই হল জাতীয়তাবাদের ভিত্তি ।


জাতীয়তাবাদের বিপক্ষে একটি যুক্তি উল্লেখ করাে।

জাতীয়তাবাদ জাতির মধ্যে জাত্যাভিমানের জন্ম দেয়, এর ফলে জাতিবিদ্বেষের সৃষ্টি হয়।


পাশ্চাত্যের জাতীয়তাবাদকে মানবতার শত্রু বলে চিহ্নিত করেছিলেন কে?

পাশ্চাত্যের জাতীয়তাবাদকে ‘মানবতার শত্রু বলে চিহ্নিত করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।


আন্তর্জাতিকতাবাদের একটি গুরুত্ব উল্লেখ করাে।

আন্তর্জাতিকতাবাদ বিশ্বশান্তি ও মানবসভ্যতার সংরক্ষক।


আন্তর্জাতিকতাবাদের একটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।

আন্তর্জাতিকতাবাদ সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ ও নয়া উপনিবেশবাদের বিরােধী।


জাতীয়তাবাদের ঐতিহাসিক বিকাশের সন্ধান পাওয়া যায় এমন দুটি ঘটনার উল্লেখ করাে।

জাতীয়তাবাদের ঐতিহাসিক বিকাশের সন্ধান পাওয়া যায় এমন দুটি ঘটনা হল আমেরিকার স্বাধীনতা যুদ্ধ (১৭৭৬ খ্রি.) এবং ফরাসি বিপ্লব (১৭৮৯ খ্রি.)।


জাতীয়তাবাদের নেতিবাচক দিকের একটি উদাহরণ দাও।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নেতৃত্বে গড়ে-ওঠা জার্মানির নাৎসি জাতীয়তাবাদ হল জাতীয়তাবাদের নেতিবাচক দিকের একটি উদাহরণ।


“জাতীয়তাবাদ হল চরম অন্যায় ও অকল্যাণের প্রধান উৎস”— উক্তিটি কার?

প্রশ্নোষ্ধৃত কথাটি বলেছেন রাষ্ট্রবিজ্ঞানী হায়েসের।


“দুনিয়ার মজদুর এক হও-কার উক্তি?

“দুনিয়ার মজদুর এক হও”—উক্তিটি কার্ল মার্কসের।


বিভিন্ন প্রকার জাতীয়তাবাদের নাম উল্লেখ করাে।

জাতীয়তাবাদের প্রকারগুলি হল-

  • রাজতান্ত্রিক জাতীয়তাবাদ,

  • বিপ্লবী জাতীয়তাবাদ,

  • উদারনৈতিক জাতীয়তাবাদ,

  • জঙ্গি ও স্বৈরতান্ত্রিক জাতীয়তাবাদ।


আদর্শ জাতীয়তাবাদ কাকে বলে?

যে জাতীয়তাবাদ ‘নিজে বাঁচো, অপরকে বাঁচাতে দাও স্বার্থহীন সুমহান আদর্শ প্রচার করে বিশ্বসভ্যতাকে সমৃদ্ধ করতে চায়, তাকে আদর্শ জাতীয়তাবাদ বলে।


আন্তর্জাতিকতাবাদ বলতে কী বােঝ?

যে বিশেষ মানসিক অনুভূতি মানুষকে শুধুমাত্র নিজের জাতীয় রাষ্ট্রের সদস্য হিসেবেই ভাবতে শেখায় না, একজন বিশ্বনাগরিক রূপেও ভাবতে শেখায়, তাকে আন্তর্জাতিকতাবাদ বলে।


কে বলেছেন, “জাতি মিশ্রণ হয় নাই য়ুরােপে এমন দেশ নাই”?

“জাতি মিশ্রণ হয় নাই য়ুরােপে এমন দেশ নাই”—এ কথা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন।


নৈবেদ্য কাব্যগ্রন্থটি কার লেখা?

নৈবেদ্য কাব্যগ্রন্থটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।


সংকীর্ণ জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর কী বলেছেন?

সংকীর্ণ জাতীয়তাবাদকে রবীন্দ্রনাথ ঠাকুর সভ্যতার ভয়াবহ বিপদ বলে চিহ্নিত করেছেন।


বিকৃত জাতীয়তাবাদকে রবীন্দ্রনাথ ঠাকুর কী বলে ধিক্কার জানিয়েছেন?

রবীন্দ্রনাথ ঠাকুর বিকৃত জাতীয়তাবাদকে ‘সভ্যতার সংকট বলে ধিক্কার জানিয়েছেন।


প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন রবীন্দ্রনাথ ঠাকুর কোন্ সময় মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানে বক্তৃতা প্রদান করেছিলেন?

প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৬-১৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানে বক্তৃতা প্রদান করেছিলেন।


রবীন্দ্রনাথ ঠাকুর পশ্চিমি সভ্যতা সম্পর্কে কী বলেছেন?

রবীন্দ্রনাথ ঠাকুর পশ্চিমি সভ্যতাকে ‘দন্তুর সভ্যতা বলে চিহ্নিত করেছেন।


ন্যাশনালিজম-ইন-জাপান কার রচনা?

ন্যাশনালিজম ইন-জাপান রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা।


ন্যাশনালিজম-ইন-ইন্ডিয়া কার রচনা?

ন্যাশনালিজম ইন ইন্ডিয়া রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা।


রবীন্দ্রনাথ ঠাকুরের কোন্ গ্রন্থটি ফরাসিতে অনুবাদ করা হয়?

রবীন্দ্রনাথ ঠাকুরের ন্যাশনালিজম গ্রন্থটি ফরাসিতে অনুবাদ করা হয়।


রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পাঠ করে কোন্ ফরাসি মনীষী তাঁর প্রতি আকৃষ্ট হন?

রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পাঠ করে ফরাসি মনীষী রােমা রােল তার প্রতি আকৃষ্ট হন।


ন্যাশনালিজম সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি ও ভাষা বিজ্ঞানসম্মত ছিল না বলে কে মন্তব্য করেছেন?

ন্যাশনালিজম সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি ও ভাষা বিজ্ঞানসম্মত ছিল না বলে মন্তব্য করেছেন রবীন্দ্র গবেষক নেপাল মজুমদার।


রবীন্দ্রনাথ নামক প্রবন্ধটির রচয়িতা কে?

রবীন্দ্রনাথ নামক প্রবন্ধটির রচয়িতা জ্যোতির্ময় ভট্টাচার্য।


রবীন্দ্রনাথ কোন্ গ্রন্থে ভারতীয় জাতীয়তাবাদের নির্যাস তুলে ধরেছেন?

রবীন্দ্রনাথ ন্যাশনালিজম নামক একটি সংকলন গ্রন্থে ভারতীয় জাতীয়তাবাদের নির্যাস তুলে ধরেছেন।


“জাতীয়তাবাদ সভ্যতার সংকটস্বরূপ”—উক্তিটি কার?

“জাতীয়তাবাদ সভ্যতার সংকটম্বরূপ”—উক্তিটি রবীন্দ্রনাথের। 


সভ্যতার সংকট প্রবন্ধটির লেখক কে?

সভ্যতার সংকট প্রবন্ধটির লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর।


বিকৃত জাতীয়তাবাদকে ‘মানবসভ্যতার সংকট’ কে বলেছেন?

বিকৃত জাতীয়তাবাদকে ‘মানবসভ্যতার সংকট বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।