প্রশ্নঃ জন লকের সামাজিক চুক্তির কারণগুলি কী কী?

অথবা, জন লকের সামাজিক চুক্তির কারণগুলি কী কী? সংক্ষেপে লিখ।

ভূমিকাঃ জন লক ছিলেন বৃটেনের গণতন্ত্রের পুরোধা। তিনি ছিলেন সর্বকালের সর্বযুগের বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানীদের একজন। তার বাস্তবধর্মী চিন্তা, গণতান্ত্রিক সচেতনতা ও ব্যক্তিস্বাতন্ত্রবাদ তাকে শ্রেষ্ঠ চিন্তাবিদদের প্রথম সারিতে দাঁড় করিয়েছে। মূলত তিনি ছিলেন একজন চিকিৎসাবিদ কিন্তু তিনি চিকিৎসা বিজ্ঞানের প্রতি ছিলেন নিরুৎসাহি। রাষ্ট্রদর্শনে ছিল তার অবাধ বিচরণ।

সামাজিক চুক্তির কারণঃ লকের সামাজিক চুক্তি রাষ্ট্র গঠনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জন লকের মতে প্রধানত তিনটি কারণে সামাজিক চুক্তির মাধ্যমে রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়। এগুলো নিম্নরূপ-

প্রথমতঃ লকের মতে, প্রাকৃতিক আইন সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন নয়। সকল মানুষ যদি প্রকৃত যুক্তি দ্বারা পরিচালিত হত তা হলে আইনের এই অস্পষ্টতা বা দ্ব্যর্থবোধতা থাকত না। কিন্তু মানুষ সচরাচর প্রকৃত যুক্তি দ্বারা পরিচালিত হয় না। ব্যক্তিগত স্বার্থবোধ তাদের মধ্যে পক্ষপাতিত্বের সৃষ্টি করে। তারা প্রত্যেকেই তাদের নিজ নিজ স্বার্থের পক্ষে যা অনুকূল তাকেই সাধারণ বিধান বলে চালাতে চায়। এ কারণে মানুষ সামাজিক চুক্তিতে আবদ্ধ হয়৷

দ্বিতীয়তঃ প্রকৃতির রাজ্যে বিবদমান দুটি পক্ষই বিচারের মালিক। বিচারের ক্ষেত্রে তারা প্রত্যেকেই নিজ নিজ স্বার্থের আকর্ষণে আবেগপ্রবণ হয়ে ওঠে। এক্ষেত্রে ন্যায় বিচার অপেক্ষা প্রতিহিংসার মনোভাবই তাদের কাছে অধিক প্রাধান্য পায়। নিরপেক্ষতার জন্য একটি তৃতীয়পক্ষ বিচারকের প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু প্রকৃতির রাজ্যে তা দুষ্কর। একারণে মানুষ সামাজিক চুক্তিতে উপনীত হয়।

তৃতীয়তঃ প্রকৃতির রাজ্যে প্রত্যেকের ন্যায় বিচার পাবার অধিকার রয়েছে। কিন্তু ক্ষতিগ্রস্ত দুর্বল পক্ষ ন্যায়বিচার থেকে বঞ্চিত ছিল। তার পক্ষে নিজের ক্ষমতায় এই ন্যায়বিচার অর্জন করা সম্ভবপর হতো না। কাজেই প্রকৃতির রাজ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য মানুষ সমাজ গঠন করতে বাধ্য হয়।

পরিশেষঃ আলোচনায় পরিশেষে বলা যায় যে, কতিপয় সমালোচনা সত্ত্বেও লকের সামাজিক চুক্তিটির অবদান অনস্বীকার্য। এ চুক্তির মাধ্যমে মানুষ রাষ্ট্র নামক সংগঠনটি সৃষ্টি করে। ফলশ্রুতিতে মানুষ ধীরে ধীরে সভ্য জগতে ফিরে আসে।