অবস্থান্তর ধাতুর পরমাণু বা আয়ন এর খালি অরবিটালের সাথে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যুক্ত অপর কোন আয়ন বা অণু সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হয়ে জটিল আয়ন জটিল আয়ন গঠন করে। জটিল আয়ন বিশিষ্ট যৌগকে জটিল যৌগ বলে।
যেমনঃ [Cu(NH₃)₄]²+ টেট্রা অ্যামিন কপার (II) আয়ন।
Leave a comment