অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
ডিগ্রি দর্শন
অনার্স দর্শন
প্রশ্নঃ জগতের সমুদয় বস্তু পানি থেকে সৃষ্টি হয়েছে। এটি কার ধারণা?
উত্তরঃ থেলিস-এর।
সংশ্লিষ্ট অন্যান্য প্রশ্নের উত্তরঃ
২। Philosophy শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেন?
উত্তরঃ গ্রিক চিন্তাবিদ পিথাগােরাস।
৩। Philosophy-এর ধাতুগত অর্থ কী?
উত্তরঃ Love of Wisdom.
৪। দর্শনের পারিভাষিক অর্থ কী?
উত্তরঃ দর্শনের পারিভাষিক অর্থ হচ্ছে বস্তুর প্রকৃত সত্তা বা তত্ত্ব দর্শন।
৫। কোন ধাতু থেকে দর্শন শব্দের উৎপত্তি?
উত্তরঃ দৃশ ধাতু থেকে।
৬। দর্শন শব্দটির উৎপত্তি হয়েছে?
উত্তরঃ গ্রিক শব্দ থেকে।
৭। দর্শনের জনক কে?
উত্তরঃ থেলিস দর্শনের জনক।
৮। দর্শনের যাত্রা শুরু হয়-
উত্তরঃ গ্রিক দার্শনিক থেলিস থেকে।
৯। দর্শনের যাত্রা শুরু হয় কত খ্রিস্টাব্দে?
উত্তরঃ ৬২৪-৪৪৬ খ্রিস্টপূর্বাব্দে।
১০। “দর্শন হলাে পরমভাবে বিজ্ঞান” উক্তিটি কার?
উত্তরঃ দার্শনিক হেগেল-এর।
১১। প্রাকৃতিক বিজ্ঞান খণ্ড-খণ্ডবিজ্ঞান এবং দর্শন অখণ্ড বিজ্ঞান —উক্তিটি কার?
উত্তরঃ দার্শনিক আলেকজান্ডার-এর।
১২। দর্শনের উৎপত্তি মূলত কী থেকে?
উত্তরঃ বিস্ময়, সংশয় ও কৌতূহল থেকে।
১৩। দর্শনের কাজগুলাে মােটামুটি কী কী ধরনের?
উত্তরঃ (১) অনুধ্যানমূলক, (২) বিচারমূলক, (৩) সংগঠনমূলক।
১৪। Philosophy কথাটি প্রথম ব্যবহার করেন?
উত্তরঃ গ্রিক চিন্তাবিদ পিথাগােরাস।
১৫। গ্রিক দার্শনিক প্লেটোর মতে দর্শনের লক্ষ্য কী?
উত্তরঃ চিরন্তন এবং বস্তুর মূল প্রকৃতির জ্ঞান অর্জন করাই দর্শনের লক্ষ্য।
১৬। কার মতে, আদিতে মানুষেরা পানিতে বাস করত?
উত্তরঃ এনাক্সিমােডারের মতে।
১৭। বিশ্বতাত্ত্বিক উক্তিটির প্রথম উদ্ভাবক কে?
উত্তরঃ গ্রিক দার্শনিক প্লেটো।
১৮। দর্শনের উৎপত্তি কোথা থেকে?
উত্তরঃ অনুসন্ধিৎসা থেকে।
১৯। ‘Philosopher’ বলতে কাকে বােঝায়?
উত্তরঃ যিনি জ্ঞান অথবা সত্যের অনুরাগী।
২০। দর্শন কোন প্রত্যয় যােগে উৎপত্তি হয়েছে?
উত্তরঃ দর্শন = দৃশ + অনট। ‘দৃশ’ ধাতু এবং ‘অনট’ সংস্কৃত প্রত্যয় যােগে দর্শন শব্দটির উৎপত্তি।
২১। এক কথায় দর্শন কী?
উত্তরঃ জগত ও জীবনের মৌলিক সমস্যাবলির যৌক্তিক অনুসন্ধান।
২২। হেগেলের মতে দর্শন কী?
উত্তরঃ হেগেলের মতে, “দর্শন হলাে পরম ভাবের বিজ্ঞান।”
২৩। দর্শনের পরিধি বা বিষয়বস্তু কী কী?
উত্তরঃ জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা, রূপবিদ্যা, আদর্শবিদ্যা বা মূল্য বিদ্যা।
২৪। দার্শনিক সমস্যাগুলাে কোন প্রকৃতির সমস্যা?
উত্তরঃ জ্ঞানজ প্রকৃতির।
২৫। দর্শনের প্রাণ বলা হয় কোন বিদ্যাকে?
উত্তরঃ অধিবিদ্যাকে।
২৬। নন্দনতত্ত্ব কী?
উত্তরঃ দর্শনের যে শাখায় মানুষের সৌন্দর্যবােধ নিয়ে আলােচনা করা হয়, তাকে নন্দনতত্ত্ব বলে।
Leave a comment