[1] জন্ম : নভেম্বর 2000 সালে মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় গঠিত হয়।

[2] আয়তন : 1 লক্ষ 35 হাজার 194.5 বর্গকিমি, আয়তনের দিক থেকে ভারতের দশম রাজ্য।

[3] ভুগ্রকৃতি ও ভূতত্ত্ব : অসমতল বা তরঙ্গায়িত প্রকৃতির, মধ্যভাগ সমতল এবং প্রান্তদেশ উচ্চভূমিযুক্ত।

[4] জলবায়ু : অঞ্চলটি শুষ্ক গ্রীষ্মকালীন ক্রান্তীয় বৃষ্টিবহুল জলবায়ুর অন্তর্গত।

[5] মৃত্তিকা : লােহিত, ল্যাটেরাইট এবং কৃষ্নমূত্তিকা হল ছত্তিশগড়ের প্রধান মৃত্তিকা।

[6] স্বাভাবিক অরণ্য : প্রায় 44.2% অঞ্চল অরণ্যাবৃত। অরণ্য প্রধানত ক্রান্তীয় পর্ণমােচী প্রকৃতির। প্রধান বৃক্ষ শাল।

[7] রাজধানী ও বৃহত্তম নগর : ছত্তিশগড়ের রাজধানী রায়পুর। এই রাজ্যের বৃহত্তম নগরও রায়পুর।

[8] জেলার সংখ্যা : মােট জেলার সংখ্যা 27 টি, এর মধ্যে 9টি নতুন জেলা।

[9] জনসংখ্যা এবং জনঘনত্ব : জনসংখ্যা 25545198 জন এবং জনঘনত্ব 190 জন প্রতি বর্গকিমিতে (2011)। এই রাজ্যটি মােট জনসংখ্যার দিক থেকে ভারতের রাজ্যগুলির মধ্যে 16 তম স্থান অধিকার করে।

[10] লিঙ্গ অনুপাত ও মানব উন্নয়ন সূচক : লিঙ্গ অনুপাত 991 জন মহিলা প্রতি 1000 জন পুরুষে (2011) এবং শিশু লিঙ্গ অনুপাত 969 জন বালিকা, প্রতি 1000 জন বালকে (2011)। মানব উন্নয়ন সূচকের মান খুব কম 0.358।

[11] সাক্ষরতার হার : গড় সাক্ষরতার হার 71.04%। পুরুষ সাক্ষরতার হার ৪1.45% এবং স্ত্রী সাক্ষরতার হার 60.59%।

[12] কৃষিকাজ : প্রধান কৃষিজাত শস্য ধান। সামগ্রিকভাবে ছত্তিশগড় কৃষিকাজে বিশেষ উন্নত নয়। ধান ছাড়াও অল্প পরিমাণে গম, ভুট্টা, আখ, তুলা ও তিসি চাষ করা হয়।

[13] খনিজ : কয়লা ও আকরিক লােহা প্রধান খনিজ দ্রব্য। এ ছাড়াও চুনাপাথর, ডলােমাইট, সীসা, ম্যাঙ্গানিজ, বক্সাইট ও অভ্র ইত্যাদি পাওয়া যায়।

[14] শিল্প : খনিজভিত্তিক শিল্প লৌহ ইস্পাত (ভিলাই), বনজভিত্তিক শিল্প (বিড়ি শিল্প, রেশম শিল্প), কৃষিভিত্তিক শিল্প (ধানকল, গমকল) উল্লেখযােগ্য।

[15] নদনদী : মহানদী হল ছত্তিশগড়ের প্রধান নদী। মহানদী ছাড়াও অন্যান্য নদীগুলি হল শেওনাথ, পেইরি, ইন্দ্রাবতী, হাসসাে, মান্দ, রিহান্দ ও শঙ্খ ইত্যাদি।

[16] পরিবহণ : পরিবহণ ব্যবস্থা খুব বেশি উন্নত নয়। এই অঞ্চলটি দক্ষিণ-পূর্ব রেলপথ ব্যবস্থার অন্তর্গত। প্রধান বিমানবন্দর রায়পুর। সড়কপথের দৈর্ঘ্য প্রতি 100 বর্গকিমিতে প্রায় ৪1 কিলােমিটার।