প্রশ্নঃ সুখনলাল কে? তার পরিচয় দাও।

উত্তরঃ ‘চিলেকোঠার সেপাই’ আখতারুজ্জামান ইলিয়াসের একটা অসাধারণ উপন্যাস। তার এই সার্থক উপন্যাস সৃষ্টির পিছনে সবচেয়ে বড়ো নিয়ামক হিসেবে কাজ করেছে তার চরিত্র চিত্রণের অসাধারণ দক্ষতা।

ঔপন্যাসিক এ উপন্যাসে বিভিন্ন শ্রেণি-পেশার চরিত্র সৃষ্টি করে ব্যতিক্রমী শিল্পীর মর্যাদা লাভ করেছেন। চরিত্রগুলােকে লেখক তীক্ষষ্টিতে দেখে তার ভেতর থেকে সত্য ও বিশিষ্টতা বের করে এনেছেন। এ উপন্যাসের একটি পার্শ্ব চরিত্র সুখনলাল। উপন্যাসের তথ্য থেকে জানা যায়- সুখনলাল একজন মুচি। দীপৰ্চাদের মৃত্যুর পর ইব্রাহীমের ডাকে সাড়া দিয়ে সে বেরিয়ে আসে। তাকে ওসমান চেনে, দীপাদ স্টেশনের জায়গা থেকে সরে আসার পর সুখনলাল সেখানে বসে জুতাে সেলাই করে। দীপৰ্চাদের স্ত্রী মুনিরা ও সুখনলালকে নিয়ে নানারকম মুখরােচক কথা চলে আসছে। দীপাদের। ভাবে তাকে অকারণে মারলে ও গালিগালাজ করলে সে ইব্রাহিম শেখের কাছে এর বিহিত আশা করে।