অথবা, চর্যাপদে বর্ণিত ইড়া, পিঙ্গলা এবং সুমুন্নার ব্যাখ্যা বিশ্লেষণ কর।
উত্তর: চর্যাপদ বৌদ্ধ সহজিয়াদের সাধন সংগীত। অতীতে এটি গীত হতো। সুতরাং বৌদ্ধ সহজিয়ারা তন্ত্র সাধনার নিমিত্তে মানব দেহের তিনটি অঙ্গকে ইড়া, পিঙ্গলা, সুষুম্না নামে অভিহিত করেছেন। ‘ইড়া বলতে মেরুদণ্ডের বাঁ দিকের একটি নাড়িকে বুঝায়। আবার মেরুদণ্ডের ডান দিকের বা দক্ষিণ দিকে অবস্থিত নাড়িকে পিঙ্গলা বলে। ইড়া ও পিঙ্গলার মধ্যে অবস্থিত নাড়িকে সুষুম্না বলে। এ তিনটি নাড়ির মিলনকে ত্রিবেদী বলে। তন্ত্র সাধনায় এসব নাড়ি চন্দ্র, সূর্য এবং অগ্নির গুণবিশিষ্ট। উল্লেখ্য, তন্ত্র সাধকদের কাছে ইড়া, পিঙ্গলা এবং সুষুম্না যথাক্রমে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নামে পরিচিত এবং শ্রদ্ধেয়। সুতরাং সহজিয়াদের সাধনায় তিনটি অঙ্গের তাৎপর্য অপরিসীম।
Leave a comment