উত্তরঃ চর্যাপদ বাঙালির প্রাচীন সমাজের বিশ্বস্ত দলিল। এখানে কাপালিক (কাপালি), বাহ্মণ (বামহন), যােগী (জোই), ডােম্বী ইত্যাদি নানা বর্ণের মানুষের উল্লেখ আছে। তারা নানা পদে যুক্ত। যেমন- মন্ত্রী (মতি), পণ্ডিত আচার্য (পণ্ডিতাচার্য), শিষ্য (সীস)। পেশার দিক থেকেও বিভিন্ন পেশায় তারা নিয়ােজিত। যেমন- মাঝি (কামলি), পুলিশ, তন্তরায়। বেশ্যা (দারী), শিকারী (অহেরী), নেয়ে (নােবাহী), চোর ইত্যাদি। পদগুলাের মধ্যে মানুষের আত্মীয়তার সম্পর্কের উল্লেখও পাওয়া যায়। যেমন- মা, বাবা (বাপ), পুত্র। (পড়া), বধূ (বহুড়ী), শাশুড়ি (সা) ইত্যাদি।
Leave a comment