টয়লেট ক্লিনারের মূল উপাদান NaOH, যা টয়লেট পরিষ্কার করতে ব্যবহার করা হয়।
কাচের মূল উপাদান সিলিকা
( SiO₂)।
NaOH কে গ্লাস ক্লিনার হিসেবে ব্যবহার করলে তা কাচের উপাদানের সাথে বিক্রিয়া করে। কারণ NaOH তীব্র ক্ষয়কারী পদার্থ। এটি কাচের প্রধান উপাদান সিলিকার সাথে বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট (Na₂SiO₃) উৎপন্ন করে। এক্ষেত্রে কাচ ক্ষয়প্রাপ্ত হয় এবং কাচের উপরের তলের মসৃণতা নষ্ট হয়ে যায়।
SiO₂ + 2NaOH ——-> Na₂SiO₃ + H₂O
কিন্তু NaOH টয়লেটের প্যানের সাথে কোন বিক্রিয়া করে না।
এজন্য NaOH কে টয়লেট পরিষ্কারক হিসেবে ব্যবহার করা হলেও গ্লাস পরিষ্কারক হিসেবে ব্যবহার করা হয়না।
Leave a comment