গ্লাসসামগ্রীর পরিষ্কারক হিসেবে জৈব দ্রাবক বেশ কার্যকর হলেও তা উদ্বায়ী ও ক্ষতিকর। এগুলো চোখে লাগলে চোখ জ্বালা-পোড়া করে, শ্বাস- প্রশ্বাসের ক্ষতি করে। এসব জৈব দ্রাবক গলা ও ফুসফুসের ক্ষতি করে। তাছাড়া জৈব দ্রাবকের স্পর্শে ত্বক ফেটে যায় বা অ্যালার্জি সৃষ্টি হতে পারে। এ কারণে গ্লাসসামগ্রী পরিষ্কার করণে জৈব দ্রাবক ব্যবহার না করা উত্তম।