আর্দ্র ফেরাস সালফেট অথবা হেপ্টা হাইড্রেট ফেরাস সালফেটের কেলাসকে গ্রিন ভিট্রিয়ল বলে। 

এর রাসায়নিক সংকেত FeSO₄.7H₂O 

গ্রিন ভিট্রিয়ল প্রস্তুতুতিঃ 

ফেরাস সালফাইডের(FeS) সাথে লঘু সালফিউরিক এসিডের(H₂SO₄) বিক্রিয়ায় ফেরাস সালফেটের দ্রবণ উৎপন্ন হয়। এই দ্রবণকে বায়ুর অনুপস্থিতিতে বাষ্পায়িত করলে সবুজ বর্ণের কেলাসিত ফেরাস সালফেট উৎপন্ন হয়। 

FeS + H₂SO₄ —–> FeSO₄ + H₂S

FeSO₄ +7H₂O —-> FeSO₄.7H₂O

গ্রিন ভিট্রিয়লের ধর্মঃ

১. গ্রিন ভিট্রিয়ল পানিতে দ্রবণীয় এবং উৎপন্ন দ্রবণ এসিডিয় প্রকৃতির হয়।

FeSO₄+2H₂O—–>Fe(OH)₂ + H₂SO₄

২. একটি বায়ু হতে অক্সিজেন গ্রহণ করে ফেরিক সালফেটে পরিণত হয়।

 4FeSO₄ + 2H₂SO₄ + O₂ —–> 2Fe₂(SO₄)₃ + 2H₂O

ব্যবহারঃ

১. লেখার কালি প্রস্তুত করতে।

২. রং শিল্পে। 

৩. মোরের লবণ প্রস্তুত করতে ব্যবহার করা হয়।