গ্রামীণ ব্যাংক নিয়ন্ত্রণ করে অর্থ মন্ত্রালয়

বিস্তারিত ভাবে বলতে গেলে গ্রামীণ ব্যাংকের নিয়ন্ত্রণ বর্তমানে পরিচালনা করে গ্রামীণ ব্যাংক বোর্ড অব ডিরেক্টরস। এটি একটি বিশেষায়িত মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান যা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এর তত্ত্বাবধানে পরিচালিত হয়।

গ্রামীণ ব্যাংক বাংলাদেশে একটি স্বনির্ভর ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান, যা প্রতিষ্ঠা করেছিলেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ১৯৮৩ সালে।

এই ব্যাংকের নিয়ন্ত্রণ মূলত সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হয়।

বর্তমান আইন অনুযায়ী:

  • গ্রামীণ ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরস ব্যাংকের নীতিমালা প্রণয়ন ও পরিচালনার জন্য দায়িত্বশীল।
  • বোর্ডের ১২ জন সদস্যের মধ্যে ৯ জন নির্বাচিত হন গ্রাহকদের মধ্য থেকে এবং ৩ জন মনোনীত হন সরকার দ্বারা।
  • সরকারের নিয়ন্ত্রণ ব্যাংকের ব্যবস্থাপনার কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রযোজ্য, যেমন প্রধান নির্বাহী নিয়োগ।

তবে ব্যাংকের কার্যক্রম পরিচালনায় এটি স্বাধীনতার নীতিতে চলে, যা প্রতিষ্ঠানটির মিশন ও লক্ষ্য পূরণের সহায়ক।

বর্তমানে গ্রামীণ ব্যাংকের বেশিরভাগ শেয়ারধারী হচ্ছেন এর ঋণগ্রহীতা সদস্যরা, যারা বোর্ডে প্রতিনিধিত্ব করেন। বাংলাদেশ সরকারও এই ব্যাংকের একটি অংশীদার, এবং সরকারের প্রতিনিধিরাও বোর্ডে অন্তর্ভুক্ত।