একটি সিলিন্ডারের মধ্যে নির্দিষ্ট উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাস নেওয়া হল। সিলিন্ডারের ওপর একটি ঘর্ষণহীন পিস্টন চাপিয়ে রাখা হল। এখন কিছু পরিমাণ ওজন পিস্টনের ওপর রাখলে গ্যাসটি সংকুচিত হয় এবং আয়তন হ্রাস পায়। আবার ওজনটি তুলে নিলে পিস্টনটি আবার আগের জায়গায় ফিরে আসে অর্থাৎ আয়তন বৃদ্ধি পায়। সুতরাং দেখা যাচ্ছে চাপ বৃদ্ধি করলে গ্যাসের আয়তন হ্রাস পায় আবার চাপ হ্রাস করলে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়।