গ্যাসীয় পদার্থের অনুগুলির ব্যাপন হার সবচেয়ে বেশি কারণ-
গ্যাসীয় পদার্থের অণু সমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল অত্যন্ত কম থাকে।
যার কারণে অনুসমুহ একে অপরের থেকে অনেক দূরে দূরে অবস্থান করে। ফলে অণুসমূহ অতি সহজে চারিদিকে ছড়িয়ে পড়ে।
তাই গ্যাসীয় পদার্থের ব্যাপন হার সবচেয়ে বেশি।
Leave a comment