গ্যালভানিক কোষঃ  যে তড়িৎ রাসায়নিক কোষের তড়িৎদ্বার দুটি ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে আংশিক নিমজ্জিত থেকে স্বতঃস্ফূর্তভাবে কোষ বিক্রিয়া ঘটায় এবং রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে পরিণত হয় তাকে গ্যালভানিক কোষ বলে।

 

তড়িৎ বিশ্লেষ্য কোষঃ  যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ  বিক্রিয়া সংঘটিত হয় তাকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলে। তড়িৎ বিশ্লেষ্য কোষে তড়িৎদ্বার দুটি একই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে আংশিক নিমজ্জিত থাকে।

তড়িৎদ্বারঃ তড়িৎ রাসায়নিক কোষে বিগলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে যে দুটি ইলেকট্রনীয় পরিবাহী প্রবেশ করানো হয় তাদেরকে তড়িৎদ্বার বলে।