গাঢ় নাইট্রিক এসিডকে (HNO₃) বাদামি বা অসচ্ছ বোতলে রাখা হয়। কারণ আলোর উপস্থিতিতে HNO₃ সহজেই ভেঙ্গে গিয়ে বা বিয়োজিত হয়ে বাদামী রঙের নাইট্রোজেন ডাই অক্সাইড (NO₂) তৈরি করে। এতে নাইট্রিক এসিডের অপচয় হয়। আলোর উপস্থিতিতে নাইট্রিক অ্যাসিড বিয়োজিত হয় বলে একে বাদামী রঙের বোতলে রাখা হয়।