প্রশ্নঃ গণতান্ত্রিক নেতৃত্ব ও প্রভুত্ববাদী নেতৃত্বের মধ্যে পার্থক্য নির্দেশ কর।

অথবা, গণতান্ত্রিক নেতা ও প্রভুত্বপরায়ণ নেতার মধ্যে পার্থক্য দেখাও। 

ভূমিকাঃ সামাজিক জীবনে নেতৃত্ব একটি পরিচিত ও বহুল ব্যবহৃত শব্দ। বিভিন্ন সামাজিক সম্পর্কের ক্ষেত্রে নেতৃত্ব সৃষ্টিকারী আচরণ পরিলক্ষিত হয়। এককথায় দুই বা ততােধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত দলে একজন নেতার ভূমিকায় থাকেন যার আচরণ ও ক্রিয়াকলাপ অন্যের ওপর প্রভাব বিস্তার করে। 

গণতান্ত্রিক ও প্রভুত্ববাদী নেতৃত্বের মধ্যে পার্থক্যঃ প্রভুত্বব্যঞ্জক নেতৃত্বের ক্ষেত্রে নেতা পরিকল্পনা গ্রহণের, কর্মপন্থী রচনার, পরিকল্পনাকে কার্যে রূপান্তরিত করার দলের লক্ষ্য, আদর্শকে বাস্তবে রূপ দেয়ার, শাস্তি ও পুরস্কার প্রদান করার চরম অধিকার লাভ করেন। বস্তুত তিনি হলেন গােষ্ঠীর সর্বেসর্বা, দলের জন্য তিনি অপরিহার্য।

গণতান্ত্রিক নেতৃত্ব ও প্রভুত্ববাদী নেতৃত্বের মধ্যে পার্থক্যঃ নিম্নে গণতান্ত্রিক নেতৃত্ব ও প্রভুত্ববাদী নেতৃত্বের মধ্যে পার্থক্য তুলে ধরা হলো- 

গণতান্ত্রিক নেতত্ব

প্রভুত্বব্যঞ্জক নেতৃত্ব

(১) গণতান্ত্রিক নেতারা প্রধানত সহনশীল হয়ে থাকেন এবং কোনাে কাজে তারা গোঁড়ামির প্রশ্রয় দেন না। 

(১) প্রভুত্বব্যঞ্জক নেতারা সচেতন বা অচেতনভাবে খুবই গোড়া এবং চরমপন্থী কোনাে কিছুর সাথে তারা আপােষ করতে প্রস্তুত নয়। 

(২) গণতান্ত্রিক নেতারা কোনাে সমস্যা সমাধানে দলীয়। সদস্যদের সাথে সর্বদা সক্রিয় সহযােগিতা করে থাকেন।

(২) কোনাে উদ্ভূত সমস্যা সমাধানে প্রভুত্বব্যঞ্জক নেতারা দলীয় সদস্যদের সাথে সক্রিয়ভাবে খুব বেশি অংশগ্রহণ করে না। 

(৩) গণতান্ত্রিক নেতারা দলীয় সদস্যদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেন । 

(৩) প্রভুত্বব্যঞ্জক নেতারা দলীয় কাঠামােতে মৌখিকতার। আশ্রয় গ্রহণ করে থাকে। 

(৪) গণতান্ত্রিক নেতৃত্বের ক্ষেত্রে দলীয় লক্ষ্যই মুখ্য ভূমিকা পালন করে।

(৪) অন্যদিকে প্রভুত্বব্যঞ্জক নেতৃত্বে দলীয় লক্ষ্যের চেয়ে নেতার ব্যক্তিগত লক্ষ্যই মুখ্য হয়ে থাকে।

(৫) গণতান্ত্রিক নেতৃত্বে প্রত্যেক সদস্য অংশগ্রহণ করতে পারে বলে দলীয় সদস্যদের মধ্যে সন্তুষ্টি থাকে।

(৫) প্রভুত্বব্যঞ্জক নেতৃত্বে সকল সদস্য অংশ গ্রহণ করতে পারে না বলে এক্ষেত্রে দলীয় সন্তুষ্টির মাত্রা অপেক্ষাকৃত কম।

(৬) গণতান্ত্রিক নেতৃত্বে মতবিরােধের প্রতি সহনশীল। এবং কোনাে সমস্যা সমাধানের ক্ষেত্রে এরূপ নেতৃত্ব মতামত বিনিময়কে প্রাধান্য দিয়ে থাকে।

(৬) এ নেতত্ব মতবিরােধকে সমর্থন করে না, তাই এরূপ নেতৃত্বের অধীনে কোনাে সমস্যা সমাধানে মতামত বিনিময়ের সম্ভাবনা অত্যন্ত কম। 

পরিশেষঃ উপযুক্ত পার্থক্য থেকে দেখা যাচ্ছে যে, প্রভুত্ববাদী নেতৃত্বের চেয়ে গণতান্ত্রিক নেতৃত্বে সদস্যদের সন্তুষ্টি অপেক্ষাকৃত বেশি। উভয় ক্ষেত্রে ক্ষমতার কেন্দ্রবিন্দু নেতা কিন্তু নীতি নির্ধারণ হয় ভিন্ন প্রক্রিয়ায়।