অথবা, গণতন্ত্র ও একনায়কতন্ত্রের বৈসাদৃশ্য উল্লেখ কর।
অথবা, গণতন্ত্র ও একনায়কতন্ত্রের বৈপরীত্য উল্লেখ কর।
ভূমিকাঃ পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় শাসনব্যবস্থা হলাে গণতন্ত্র। আর সবচেয়ে নিকৃষ্টি শাসনব্যবস্থা হচ্ছে একনায়কতন্ত্র। বাস্তবতার আলােকে এই দুই শাসনব্যবস্থা দুই মেরুতে অবস্থিত। গণতন্ত্রকে যেমন মানবজাতির জন্য আশীর্বাদ মনে করা হয় তেমনি একনায়কতন্ত্রকে মানবজাতির জন্য অভিশাপ মনে করা হয়।
গণতন্ত্র ও একনায়কতন্ত্রের পার্থক্যঃ গণতন্ত্র ও একনায়তন্ত্রের মধ্যে নিম্নলিখিত পার্থক্য পরিলক্ষিত হয়ঃ
১. ক্ষমতার উৎসঃ গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন। এখানে সকল ক্ষমতার উৎস জনগণ। অপরদিকে একনায়কতন্ত্র হলাে একজনের শাসন। একনায়কতন্ত্রে ক্ষমতার উৎস হচ্ছে এক ব্যক্তি বা দলীয় চক্র।
২. ব্যক্তিস্বাধীনতাঃ গণতন্ত্র ও একনায়কতন্ত্রের সবচেয়ে বড় পার্থক্য হলাে ব্যক্তিস্বাধীনতা। গণতন্ত্রে ব্যক্তিস্বাধীনতা রক্ষিত হয়। অপরদিকে একনায়কতন্ত্রে ব্যক্তিস্বাধীনতা রক্ষিত হয় না।
৩. আইনসভাঃ গণতন্ত্রে সরকারে মূল আলােচনার কেন্দ্র হলাে আইনসভা। আইনসভা দেশের প্রয়ােজনে জরুরি আইন প্রণয়ন করে। অপরদিকে, একনায়কতন্ত্রে আইনসভা প্রহসনমূলক প্রতিষ্ঠানে পরিণত হয়।
৪. নির্বাচনের ক্ষেত্রেঃ গণতন্ত্রে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের মাধ্যমে শাসকগণ জনগণের নিকট দায়িত্বশীল থাকেন। কিন্তু অপরদিকে একনায়কতন্ত্রে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্থলে প্রহসনমূলক নির্বাচনের আনুষ্ঠানিকতা পালন করা হয়।
৫. আইনের শাসনঃ গণতন্ত্রে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। কেননা গণতান্ত্রিক সরকার আইন অনুবর্তন ছাড়া কোন কার্য পরিচালনা করতে পারে না। অপরদিকে একনায়কতন্ত্রে আইনের শাসনের বালাই নেই। শাসক শ্রেণির কথাই আইন।
উপসংহারঃ আলােচনার আলোেকে বলা যায়, গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে আকাশ পাতাল পার্থক্য বিদ্যমান। গণতন্ত্র জনগণের শাসন আর একনায়কতন্ত্র স্বৈরশাসকের শাসন। তাই গণতন্ত্র গ্রহণীয় এবং একনায়কতন্ত্র বর্জনীয়।
Leave a comment