অথবা, কীভাবে গণতন্ত্রকে সফল করা যায়?
অথবা, গণতন্ত্রের সাফল্যের শর্তাবলি উল্লেখ কর।
ভূমিকাঃ আধুনিক বিশ্বে গণতন্ত্র একটি সর্বজন স্বীকৃত শাসনব্যবস্থা। আদর্শ হিসেবে গণতান্ত্রিক শাসনব্যবস্থা যে গ্রহণযােগ সে বিষয়ে সন্দেহের কোন অবকাশ নেই। গণতান্ত্রিক শাসনব্যবস্থার শ্রেষ্ঠত্ব সম্পর্কে ঐক্যমত থাকলেও, গণতন্ত্রের সাফল্য এমনি এমনি আসে নি। গণতন্ত্রের সঠিক ও সার্থক প্রয়ােগ কতকগুলাে শর্তের উপর নির্ভরশীল।
গণতন্ত্রের সাফল্যের শর্তাবলিঃ নিম্নে গণতন্ত্রের সাফল্যের শর্তাবলি আলােচনা করা হলাে-
১. গণতান্ত্রিক পরিবেশঃ মানুষের ব্যক্তিস্বাধীনতার পরিপূর্ণ বিকাশের উপযােগী পরিবেশই হলাে গণতান্ত্রিক পরিবেশ। এর জন্য প্রয়ােজন সকল সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকারের সংরক্ষণ। কেননা সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য গণতন্ত্রের সমাধি রচনা করে।
২. আইনের শাসনঃ গণতন্ত্রের সফলতার পূর্বশর্ত হলাে আইনের শাসন প্রতিষ্ঠা। আইনের চোখে সাবাইকে সমানভাবে দেখতে হবে। তাহলে গণতন্ত্র সফল হবে।
৩. উপযুক্ত শিক্ষাঃ শিক্ষার ব্যাপক বিস্তারকে গণতন্ত্রের সাফল্যের মূলমন্ত্র হিসেবে গণ্য করা হয়। গণতন্ত্র হলাে সংখ্যাগরিষ্ঠের শাসন। আর জনগণ যদি অধিকাংশ অশিক্ষিত হয় তাহলে তাদের পক্ষে যােগ্য প্রতিনিধি নির্বাচন সম্ভব হয় না। ফলে গণতন্ত্র ব্যর্থ হয়।
৪. ক্ষমতার বিকেন্দ্রীকরণঃ গণতন্ত্রের সফলতার জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণ দরকার। কেননা ক্ষমতার বিকেন্দ্রীকরণ হলে জনগণ ব্যাপকভাবে রাজনৈতিক এবং প্রশাসনিক কাজে অংশগ্রহণের সুযােগ পায়।
৫. গণতান্ত্রিক ঐতিহ্যঃ গণতন্ত্রের সফলতার জন্য গণতান্ত্রিক ঐতিহ্যের প্রয়ােজন রয়েছে। গণতান্ত্রিক শাসনব্যবস্থার স্বরূপ ও সার্থকতা সঠিকভাবে অনুধাবন করার ক্ষেত্রে গণতান্ত্রিক ঐতিহ্য জনসাধারণকে সাহায্য করে।
উপসংহারঃ পরিশেষে বলা যায়, গণতন্ত্র বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শাসন ব্যবস্থা। তাই গণতন্ত্রের সফলতার জন্য যেসব শর্তের কথা উল্লেখ করা হলাে সেগুলাে সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে গণতন্ত্রের সুফল পাওয়া যাবে।
Leave a comment