প্রশ্নঃ
 খালাসের আদেশের বিরুদ্ধে আপীল চলে কি?

খালাসের বিরুদ্ধে আপীলঃ কোন আসামীকে খালাস দিলে তার বিরুদ্ধে আপীল করা সম্পর্কে ৪১৭ ধারায় বিধান রয়েছে। এ ধারায় বলা হয়েছে যে, দায়রা আদালত কোন আসামীকে খালাস দিলে সরকার পক্ষ হতে হাইকোর্ট বিভাগে আপীল করতে পারেন। ম্যাজিস্ট্রেট আদালতের আদেশের বিরুদ্ধে দায়রা আদালতে আপীল করা যায়। নালিশ মামলায় (Complaint case) আসামীর খালাস হলে নালিশকারী শুধু আইনের প্রশ্নে হাইকোর্ট বিভাগে আপীল দায়ের করতে পারে।

এ ধারায় আরো বলা হয়েছে যে, খালাসের আদেশের বিরুদ্ধে আপীল বিচেবচনার জন্য যদি গৃহীত না হয় তাহলে সেই আদেশের বিরুদ্ধে কোন আপীল চলে না।