প্রশ্নঃ খতিয়ান কি? কোন কোন বিষয় খতিয়ানের বা ‘রেকর্ড অব রাইটস’ এর অন্তর্ভুক্ত হবে?

ভূমিকাঃ খতিয়ানের মাধ্যমে জমির বিভিন্ন অধিকার নির্ণয় করা হয়। একটি জমির মালিকানা থেকে শুরু করে যাবতীয় তথ্য এই খতিয়ানের মাধ্যমে পাওয়া যায়। যারফলে এটি সংরক্ষণ করা অতি জরুরি।

খতিয়ান বা ‘রেকর্ড অব রাইটস’ (Record of Rights) কাকে বলেঃ বিক্রয়, বিনিময়, দান, এওয়াজ বদল ইত্যাদি হস্তান্তরের মাধ্যমে ভূমির মালিকানা পরিবর্তন হয়।

জনগণের নিকট থেকে ভূমি রাজস্ব আদায়ের জন্য সরকারি জরিপ বিভাগ সকল মৌজার জমির মালিকের নাম, পিতা বা স্বামীর নাম, ঠিকানা, ভূমির অংশ, জমির পরিমাণ, দাগ নম্বর ইত্যাদি বিবরণসহ ক্রমিক নয় অনুসারে যে স্বত্বের রেকর্ড তৈরি করে তার প্রত্যেকটিকে খতিয়ান বলে। এক বা একাধিক দাগের সম্পূর্ণ জমি বা আংশিক জমি নিয়ে কোন ব্যক্তির নামে সরকার অথবা উপযুক্ত কর্তৃপক্ষ যে ভূমিস্বত্ব প্রস্তুত করে তাকে খতিয়ান বলে। পরিশেষে বলা যায়, ভূমি সংক্রান্ত বিষয়ে কোন ব্যক্তির অধিকার যার মাধ্যমে নির্ণয় হয় তা-ই হলো খতিয়ান।

কোন কোন বিষয় খতিয়ানের বা ‘রেকর্ড অব রাইটস’ এর অন্তর্ভুক্ত হবেঃ রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ১৮ বিধি অনুযায়ী যে সকল বিষয় খতিয়ানের অন্তর্ভুক্ত হবে তা নিম্নে উল্লেখ করা হলো-

(i) দখলদারের নাম, পিতার নাম এবং ঠিকানা।

(ii) জমির পরিমাণ ও অবস্থান।

(iii) জমির শ্রেণি ও সীমানা।

(iv) দখলদার ধর্ম বা কোন শ্রেণির অন্তর্ভুক্ত।

(v) জমির মালিকের নাম, পিতার নাম এবং ঠিকানা। 

(vi) এস্টেটের মালিকের নাম, পিতার নাম এবং ঠিকানা। 

(vii) নিষ্কর জমি হলে তার বিবরণ।

(viii) ধার্যকৃত ন্যায়সঙ্গত খাজনার পরিমাণ।

(ix) খাজনা বৃদ্ধি পেলে তার পদ্ধতি।

(x) বনভূমি বা মৎস খামারের জন্য ধার্যকৃত অর্থ।

(xi) ইজমেন্ট এর অধিকার।

(xii) প্রজাস্বত্ব সম্পর্কিত কোন শর্ত এবং উক্ত শর্তের পরিণতি।

উপসংহারঃ ভূমি আইনে খতিয়ান একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর মধ্যে কোন ভূমির মালিকের নাম, পিতা বা স্বামীর নাম, ঠিকানা, ভূমির অংশ, জমির পরিমাণ, দাগ নম্বর ইত্যাদি লিপিবদ্ধ থাকে। খতিয়ান চূড়ান্ত সাক্ষ্য হিসেবে গণ্য হয়।