ক্লোরিন পর্যায় সারণির তৃতীয় পর্যায় এবং 17 নম্বর গ্রুপের মৌল।
কোন মৌলের সর্ববহিঃস্থ শক্তিস্তরে বিজোড় ইলেকট্রনের সংখ্যা ঐ মৌলের যোজনী নির্দেশ করে। ক্লোরিন স্বাভাবিক অবস্থায় ও উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করলে একাধিক বিজোড় ইলেকট্রন পাওয়া যায়। যার কারণে ক্লোরিন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে।
ক্লোরিন ইলেকট্রন বিন্যাস নিম্নরূপঃ
Cl (17) —-> 1s² 2s² 2P⁶ 3s² 3Px² 3Py² 3Pz¹
Cl*(15)–>1s² 2s² 2P⁶ 3s² 3Px² 3Py¹ 3Pz¹ 3dxy¹
Cl²*(15)–>1s² 2s² 2P⁶ 3s² 3Px¹ 3Py¹ 3Pz¹ 3dxy¹ 3dyz¹
Cl³*(15)–>1s² 2s² 2P⁶ 3s¹ 3Px¹ 3Py¹ 3Pz¹3dxy¹ 3dyz¹ 3dzx¹
ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় ক্লোরিন সর্ববহিঃস্থ শক্তিস্তরে স্বাভাবিক অবস্থায় ১টি ও উত্তেজিত অবস্থায় ৩, ৫, ৭ টি বিজোড় ইলেকট্রন পাওয়া যায়।
এজন্য ক্লোরিন যোজনী ১, ৩, ৫, ৭ হয়।
অর্থাৎ ক্লোরিন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে।
Leave a comment