ব্লিচিং পাউডার দ্বারা পানিকে জীবাণুমুক্ত করার পদ্ধতিকে ক্লোরিনেশন বলে। পানিতে ব্লিচিং পাউডার যোগ করলে ব্লিচিং পাউডার বিয়োজিত হয়ে জায়মান ক্লোরিন [Cl] উৎপন্ন করে। এ জায়মান ক্লোরিন পানিতে থাকা জীবাণুকে ধ্বংস করে। পানিকে জীবাণুমুক্ত করার সবচেয়ে সহজ পদ্ধতি হল ক্লোরিনেশন।

ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম ক্যালসিয়াম ক্লোরো অক্সিক্লোরাইড।
    

Ca(OCl)Cl + H₂O —–> Ca(OH)₂                                         + 2[ Cl]
    

[Cl] + জীবানু ——–> মৃত জীবানু