ক্লোরাইড লবণ (যেমন- সোডিয়াম ক্লোরাইড) এর দ্রবণে কয়েক ফোঁটা সিলভার নাইট্রেটের দ্রবণ যোগ করলে সাদা বর্ণের সিলভার ক্লোরাইড এর অধঃক্ষেপ পড়ে।

এই অধঃক্ষেপের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ যোগ করলে অধঃক্ষেপ দ্রবীভূত হয়ে ডাই অ্যামিন সিলভার ক্লোরাইডের দ্রবণ উৎপন্ন করে। 

এই পরীক্ষা দ্বারা ক্লোরাইড আয়ন সনাক্ত করা যায়।

NaCl(aq) + AgNO₃(aq) ——> AgCl(s) + NaNO₃ (aq)

AgCl(s) + 2NH₄OH(aq) —–> [Ag(NH₃)₂]Cl(aq) + H₂O