ক্রোমিয়াম +2 ; +3 ; + 6 এই তিন ধরনের জারণ অবস্থা প্রদর্শন করে। এই তিন ধরনের যৌগের মধ্যে ক্রোমিয়াম +3 যৌগসমূহ সবচেয়ে বেশি স্থায়ী ; +2 যৌগসমূহ শক্তিশালী বিজারক এবং +6 যৌগ সমূহ শক্তিশালী জারক রূপে ক্রিয়া করে। ক্রোমিয়াম এর জারণ অবস্থা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এদের অক্সাইড সমূহের অম্লতা বৃদ্ধি পায় ; আয়নিক ধর্ম হ্রাস ও সহযোজ্যতা বৃদ্ধি পায়।
যেমনঃ CrO ক্ষারধর্মী ; Cr₂O₃ উভধর্মী ; CrO₃ অম্লধর্মী অক্সাইড।
আবার, Cr³+ হালকা নীল বা সবুজ, CrO₄²- হলুদ এবং Cr₂O₇²- কমলা বর্ণের আয়ন গঠন করে।
Leave a comment