ক্রোমিক অক্সাইড(Cr₂O₃) একটি উভধর্মী অক্সাইড। কারণ এটি HCl এসিডের সাথে বিক্রিয়া করে ক্রোমিয়াম ক্লোরাইড (CrCl₃) লবণ ও পানি এবং NaOH ক্ষারের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্রোমাইট(NaCrO₂) লবণ ও পানি উৎপন্ন করে। 

Cr₂O₃ +6HCl —–>2CrCl₃+3H₂O

Cr₂O₃+ 2NaOH —-> 2NaCrO₂ + H₂O

এজন্য ক্রোমিক অক্সাইড একটি উভধর্মী অক্সাইড।