প্রশ্নঃ ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করে দেখাও।
ক্রয় ফেরত জাবেদা (Purchases Return Journal): ধারে ক্রয়কৃত পণ্যদ্রব্য ফেরত সংক্রান্ত লেনদেনসমূহ যে বিশেষ জাবেদায় লিপিবদ্ধ করা হয় তাকে ক্রয় ফেরত জাবেদা বলা হয়। এরূপ জাবেদায় প্রযোজ্য কারবারি বাট্টা বাদ দিয়ে দেখাতে হয়। নির্দিষ্ট সময় পরপর ক্রয় ফেরত জাবেদা যোগ করে উক্ত সময়ের মোট ক্রয় ফেরত এর পরিমাণ নির্ণয় করা হয়। মোট ক্রয় ফেরতের জন্য সাধারণত খতিয়ানে বিবিধ পাওনাদারকে ডেবিট এবং ক্রয় ফেরতকে ক্রেডিট করা হয়।
উদাহরণঃ ২০১২ সালের জানুয়ারি মাসে রামিসা ট্রেডার্সের ক্রয় ফেরত সংক্রান্ত লেনদেনসমূহ নিম্নে উল্লেখ করা হলোঃ
২০১২
জানুয়ারি-৩, গ্রিন এজেন্সি: ১০ কেজি চা প্রতি কেজি ১০০ টাকা করে। ডেবিট নোট-১০০।
জানুয়ারি-৬, রহমান ব্রাদার্স: চা-পাতির মান খারাপ হওয়ায় প্রতি কেজি ৯০ টাকা মূল্যের ৬ কেজি চা ফেরত দেয়া হলো। ডেবিট নোট ১০১
জানুয়ারি-৩০, স্টার এজেন্সি: পাউডার দুধ এর মান নিম্নমানের হওয়ায় ৫টিন পাউডার দুধ প্রতি টিন ১০০ টাকা মূল্যের দুধ ফেরত পাঠানো হলো। ডেবিট নোট-১০২ লেনদেনসমূহ ক্রয় ফেরত জাবেদায়
লিপিবদ্ধ কর।
সমাধানঃ ক্রয় জাবেদা
Leave a comment