প্রশ্নঃ ক্রয় জাবেদা (Purchase Journal) কাকে বলে?
বিভিন্ন প্রকার জাবেদাঃ নগদান বই, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা ও প্রকৃত জাবেদা-
ক্রয় জাবেদা (Purchase Journal): ধারে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেনসমূহ যে বিশেষ জাবেদায় লিপিবদ্ধ করা হয় তাকে ক্রয় জাবেদা বলা হয়। নগদে পণ্য ক্রয় এবং নগদে কিংবা ধারে সম্পত্তি ক্রয় এ জাবেদায় লিপিবদ্ধ করা হয় না। অর্থাৎ শুধুমাত্র বিক্রির উদ্দেশ্যে ধারে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন এ জাবেদায় লিপিবদ্ধ করা হয়। বিক্রেতার নিকট হতে প্রাপ্ত চালানের ভিত্তিতে ক্রয় জাবেদা লেখা হয়। নিম্নে একটি জাবেদার উদাহরণ দেয়া হলো-
উদাহরণঃ ৩ মেসার্স সোহা ২০১২ সালের জানুয়ারি মাসে নিম্নোক্ত পণ্য ক্রয় করেনঃ
লেনদেনগুলো ক্রয় জাবেদায় লিপিবদ্ধ কর।
Leave a comment