যে ধর্মের জন্য একই মৌলের একাধিক পরমাণু পরস্পরের সাথে বিভিন্ন সংখ্যায় যুক্ত হয় বিভিন্ন দৈর্ঘের ও আকৃতির শিকল বা বলয় গঠনে সক্ষম হয় তখন মৌলটির সেই ধর্মকে তার ক্যাটিনেশন ধর্ম বলে।

যেমনঃ ক্যাটিনেশন ধর্মের জন্য কার্বনের ৬০টি পরমাণু পরপর যুক্ত হয়ে সম্পৃক্ত হাইড্রোকার্বন হেক্সা কনটেন C₆₀H₁₂₂ সৃষ্টি করে।