ক্যাটায়ন:  ধনাত্মক চার্জযুক্ত পরমাণুসমূহ কে ক্যাটায়ন বলে।
 যেসব পরমাণুর শেষ কক্ষপথে 1, 2 বা 3 টি ইলেকট্রন থাকে, সে সকল পরমাণু অন্য পরমাণুর সাথে যুক্ত হওয়ার সময় ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় অর্থাৎ ক্যাটায়ন গঠন করে।

যেমন : Na  ——-> Na+  + e –
এখানে সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে অর্থাৎ ক্যাটায়ন গঠন করেছে।


অ্যানায়ন :
 ঋণাত্মক চার্জযুক্ত পরমাণু সমূহকে অ্যানায়ন বলে।
 যেসব : যেসব পরমাণুর শেষ কক্ষপথে 5, 6 বা 7টি ইলেকট্রন থাকে সে সব পরমাণু অন্য পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় অর্থাৎ অ্যানায়ন গঠন করে।

যেমন : Cl + e –  ——-> Cl-
 

এখানে ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়ন অর্থাৎ অ্যানায়ন গঠন করেছে।